শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৬:৫০ পূর্বাহ্ন

আপডেট
হেলমেট নেই,তেল নেই,বাস্তবায়ন করছে ভালুকা মডেল পুলিশ

হেলমেট নেই,তেল নেই,বাস্তবায়ন করছে ভালুকা মডেল পুলিশ

সাইফুল ইসলাম ভালুকা প্রতিনিধিঃ  ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি কমাতে ভালুকায় মহাসড়কের পাশের  পাম্পগুলোতে ভালুকা মডেল থানার পুলিশের পক্ষ থেকে ব্যানার টানিয়ে দেয়া হয়েছে ‘হেলমেট নেই যার, তেল নেই তার’ লেখা সংবলিত ব্যানার।

এ স্লোগানকে বাস্তবায়ন করতে মোটরসাইকেল আরোহীদের হেলমেট ব্যবহার বাধ্যতামূলকের জন্য অভিযান শুরু করেছে ভালুকা মডেল থানা পুলিশ। এসময় ভালুকা মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ বলেন,পাম্প-মালিক কর্মচারীরা যদি এ নির্দেশনা বাস্তবায়নে সহযোগিতা করে তাহলে সড়কে প্রাণহানির ঘটনা অনেকটাই কমে আসবে।

তিনি আরও বলেন, পাম্প মালিকদেরও পুলিশের পক্ষ থেকে সতর্ক করে দেয়া হয়েছে। কোনও মোটরসাইকেল আরোহীকে হেলমেট ছাড়া তেল দেয়া যাবে না। নির্দেশনা না মানলে পাম্পের মালিকদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |