শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৪:১৭ পূর্বাহ্ন

আপডেট
ধোবাউড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা – ১৯৮ বস্তা ভারতীয় চিনি জব্দ

ধোবাউড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা – ১৯৮ বস্তা ভারতীয় চিনি জব্দ

ইস্রাফিল হোসাইন পাপ্পুঃ ময়মনসিংহের ধোবাউড়ায় ঘোষগাঁও নিতাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে উপজেলা নির্বাহী অফিসার নিশাত শারমিনের নির্দেশে এক বালু ব্যসায়ীকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) শাহ মোঃ জুবায়ের।

বৃহস্পতিবার রাতে ঘোষগাঁও ইউনিয়নের কামাক্ষা কোণা সংলগ্ন নিতাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এ জরিমানা করা হয়। এছাড়াও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা আগ মুহূর্তে উপজেলার ঘোষগাঁও বাজারে কাঞ্চন হাবিব মার্কেট এবং আঃ হামিদের মার্কেট থেকে১৯৮বস্তা ভারতীয় চিনি জব্দ করে একজনকে আটক করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত শারমিন এবং অফিসার ইনচার্জ চান মিয়া।

আটককৃতের বিরুদ্ধে ধোবাউড়া থানার এস আই মাহমুদুল হক বাদী হয়ে একটি মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করেছেন। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, এসআই মাহমুদুল, এএসআই শামসুল হক প্রমুখ।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |