শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১০:২৭ অপরাহ্ন

আপডেট
ময়মনসিংহে বিভিন্ন সড়কে চাঁদাবাজি: র‍্যাবের অভিযানে গ্রেফতার ৭

ময়মনসিংহে বিভিন্ন সড়কে চাঁদাবাজি: র‍্যাবের অভিযানে গ্রেফতার ৭

হুমায়ুন আহমেদ: ময়মনসিংহে বিভিন্ন সড়কে পণ্যবাহী গাড়িতে প্রকাশ্যে চাঁদাবাজির সময় সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের ৭ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। সোমবার (১৫ জুলাই) দুপুরে র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় র‍্যাব। র‍্যাব জানায়, র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম ও স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মুহাঃ জাহিদ হাসান এর নেতৃত্বে গতকাল রবিবার (১৪ জুলাই) রাত ১১টা থেকে ০১.০০ টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মুক্তাগাছা ও শম্ভুগঞ্জ বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় চাঁদা আদায়ের নগদ ২৭,৫১০/-টাকা, ০৫টি মোবাইল ফোন, ০৪টি লাঠি এবং বিপুল পরিমাণ চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়েছে বলে জানায় র‍্যাব।

ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার ময়মনসিংহ- জামালপুর- টাঙ্গাইলগামী মহাসড়কের মুক্তাগাছা বাজার এলাকা থেকে ১। মোঃ শাহিন খাঁন(৪০), ২। মোঃ শফিকুল ইসলাম(৩০), ৩। মোঃ মাহবুবুর রহমান সোহাগ(৩৭), ৪। মোঃ জুলহাস(৪০), ৫। মোঃ জুয়েল(৪৮) ও ৬। মোঃ কাইয়ুম(৩০) নামে ৬ জনকে পণ্যবাহী গাড়ি থেকে চাঁদা আদায়কালে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। অপরদিকে জেলার কোতোয়ালি থানার শম্ভুগঞ্জ বাজার এলাকা থেকে মোঃ মোয়াজ্জেম হোসেন(৪০) নামে আরেক চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‍্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা উক্ত চাঁদাবাজির সাথে তাদের সম্পৃক্ততার বিষয় স্বীকার করেছে বলে জানায় র‍্যাব। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে এজাহার দায়ের করে তাদের ময়মনসিংহের কোতোয়ালি ও মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়েছে। জনস্বার্থে র‍্যাবের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় র‍্যাব।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |