শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৮:৩২ অপরাহ্ন

আপডেট
নৈরাজ্য, চাঁদাবাজি ও হুমকির প্রতিবাদে ত্রিশালে বিএনপির মোটর শোভাযাত্রা

নৈরাজ্য, চাঁদাবাজি ও হুমকির প্রতিবাদে ত্রিশালে বিএনপির মোটর শোভাযাত্রা

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, বিভিন্ন শিল্প কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান, বালু-মহলে বিএনপি নামধারী নেতাকর্মীদের হুমকি ভয়ভীতি প্রদর্শনের প্রতিবাদে এবং জনগণের জান মালের নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষ্যে এক মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃস্পতিবার (২৯ আগস্ট) সকালে ত্রিশাল বাজার গো-হাটা থেকে মোটর শোভাযাত্রা টি শুরু হয়ে উপজেলার ১২টি ইউনিয়ন সহ পৌর শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে।

এসময় নেতৃবৃন্দ সাধারণ জনতা ও ব্যবসায়ীদের নির্ভয়ে তাদের ব্যবসায়ী কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। দুষ্কৃতিকারীরা তাদের জান ও মালের ক্ষতি করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগীতা নেওয়ার পরামর্শ দেন। নেতৃবৃন্দ আরো বলেন, বিগত আন্দোলন সংগ্রামে যারা আন্দোলনে লাপাত্তা ছিল তারা এখন মাথাচাড়া দিয়ে উঠেছে। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে তারা পেশী শক্তি ব্যবহার করে ব্যবসায়ীদের জিম্মি করার পাঁয়তারা করছে।

মোটর শেভাযাত্রায় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য ও নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি যুবনেতা শাহ্ মোঃ শাহাবুল আলম, ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাব্বির আহমেদ রনি, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মোঃ মোশারফ হোসেন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ ইউসুফ আলী, পৌর স্বেচ্ছাসেবকদল আহ্বায়ক সেলিম পারভেজ, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রবি, উপজেলা শ্রমিকদল এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম, উপজেলা মৎস্যজীবীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ, উপজেলা তাঁতীদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আঃ মালেক, সরকারী নজরুল কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন, পৌর ছাত্রদল নেতা শাহ্ মুহিজ্জামান লাদিত, উপজেলা যুবদল নেতা মশিউর রহমান সুমন, মাহমুদুল হাসান সুমন ফরহাদুল আলম ফরহাদ, পৌর যুবদল নেতা সাখাওয়াত হোসেন, আল মামুন মুক্তা, পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক মাহমুদুল হাসান সজীব সহ উপজেলা ও পৌর কৃষকদল, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, তাঁতীদল, শ্রমিকদল ও মৎস্যজীবীদলের বিপুল সংখ্যক নেতাকর্মী মটর শোভাযাত্রায় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |