শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৬:৫৪ পূর্বাহ্ন

আপডেট
দেশের পর্যটন খাতে ৫ তারকা হোটেল নির্মাণে শীর্ষে গোল্ডস্যান্ডস গ্রুপ

দেশের পর্যটন খাতে ৫ তারকা হোটেল নির্মাণে শীর্ষে গোল্ডস্যান্ডস গ্রুপ

 নিজস্ব প্রতিবেদক:  দেশের পর্যটন খাতে বিনিয়োগের হাতছানি নিয়ে ও পর্যটন খাতের উন্নয়নে মহাপরিকল্পনার অংশ হিসেবে ইতিমধ্যেই অর্থনৈতিক গেম-চেঞ্জার হতে চলেছে কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকত। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের এই শহরগুলো এমনভাবে পর্যটক দ্বারা পরিপূর্ণ থাকে যে কখনো কখনো সমুদ্রের ঢেউয়ের চেয়ে পর্যটকের সংখ্যা বেশি বলে মনে হয়। দেশি-বিদেশি পর্যটকদের স্বস্তি দিতে এবং নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকার সমস্যার সমাধনে বিশেষ অবদান রাখতে দেশের শীর্ষ হোটেল ডেভলপার প্রতিষ্ঠান গোল্ডস্যান্ডস গ্রুপের গোল্ডস্যান্ডস হোটেল এন্ড রিসোর্ট লিমিটেড কক্সবাজার ও কুয়াকাটায় তৈরি করছে পর্যটক ও পরিবেশবান্ধব বিভিন্ন বিলাসবহুল আন্তর্জাতিক মানের ৫ তারকা হোটেল।

যেখানে মালিকানা ক্রয় করে আপনি হতে পারেন ৫ তারকা হোটেলের গর্বিত অংশীদার। হোটেল-স্যুট বা আংশিক মালিকানা ক্রয়েই পাওয়া যাবে সাফ-কাবলা রেজিস্ট্রেশন। যেখান থেকে বছর জুড়েই পাওয়া যাবে নিশ্চিত মুনাফা ও হালাল আয় এছাড়াও উপভোগ করতে পারবে হোটেলের বিভিন্ন সুযোগ-সুবিধা। বিনিয়োগ একবার, রিটার্ন বারবার। বর্তমানে পর্যটন শিল্পে হোটেল ব্যবসা সবচেয়ে নিরাপদ ও লাভজনক। সম্পদের রাজা হোটেল। যা বাড়বে যেমন, রিটার্নও তেমন। কক্সবাজার, কুয়াকাটা ও পদ্মাসেতু সংলগ্ন (আপকামিং) হোটেলগুলো হবে আন্তর্জাতিক ৫ তারকা মানের। পাশপাশি থাকছে গোল্ডস্যান্ডস গ্রুপের রিওয়ার্ড মেম্বার কার্ডেও বিভিন্ন রিটেইল আউটলেট ও রেস্টুরেন্টের ডিস্কাউন্ট ফ্যাসালিটি। গড়ে তুলতে পারবেন সুদমুক্ত জীবন। গোল্ডস্যান্ডস গ্রুপের আর্কিটেকচারিয়াল ডিজাইন করছে ওয়ার্ল্ড ক্লাস আর্কিটেক্ট কোম্পানী সুরভানা-জুরং যারা আধুনিক আরবান-ইনফ্রাস্ট্রাকচার তৈরীতে বিশ্বসেরা। গোল্ডস্যান্ডস গ্রুপের কর্পোরেট হেড অফিস (নাসা হাইটস, গুলশান-১, ঢাকা, ফোন- ০১৮৭৭৭১৫৩৩৩)।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |