শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৪:২২ পূর্বাহ্ন

আপডেট
চলমান সহিংসতার বিরুদ্ধে খাগড়াছড়িতে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

চলমান সহিংসতার বিরুদ্ধে খাগড়াছড়িতে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

এম মহাসিন মিয়া (খাগড়াছড়ি) : খাগড়াছড়িতে সংঘাত, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সহ চলমান সহিংসতার বিরুদ্ধে সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার খাগড়াছড়ি সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে পাহাড়কে সংঘাত, নৈরাজ্য মুক্ত রাখতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়ের সভাপতিত্ত্বে এ সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, বিশেষ অতিথি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল। সম্প্রীতির এ সমাবেশে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, সদর থানা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মো. আব্দুল বাতেন মৃধা, জেলা ভূমি কর্মকর্তা অঞ্জন কুমার দাশ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি এইচ. এম. প্রফুল্ল, সাধারণ সম্পাদক এডভোকেট জসীমউদ্দিন মজুমদার, খাগড়াছড়ি জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক মজুমদার, ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের সদর উপজেলা নেতা মাওলানা তরিকুল ইসলাম, পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিম্বীসার খীসা সহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা বলেন, আজকের এ সম্প্রীতির সমাবেশ করার একমাত্র উদ্দেশ্য পাহাড় থেকে সকল প্রকার সংঘাত, নৈরাজ্য ও অস্থিতিশীলতার বিরুদ্ধে সবাইকে এক হয়ে রুখে দাড়াতে হবে। পাহাড়ে আগেও যেমন আমরা পাহাড়ি-বাঙালি এক সাথে বসবাস করে আসছি বর্তমান ও ভবিষ্যতেও এক সাথে থাকতে চাই।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |