শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৪:২১ পূর্বাহ্ন

আপডেট
পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার করে চলাচলের উপযোগী করলো বিজিবি

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার করে চলাচলের উপযোগী করলো বিজিবি

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার করে চলাচলের উপযোগী করলো বিজিবি

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে আকস্মিক বন্যায় উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারোমারী বটতলা মিশন মোড়ে থেকে খলচান্দা কোচপাড়া ও চৌকিদারটিলা সীমান্ত ফাঁড়িতে যাওয়ার রাস্তাটি ধসে গিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। রবিবার (৬ অক্টোবর) বৃষ্টি উপেক্ষা করে দিনব্যাপী ওই রাস্তাটি সংস্কার ও মেরামত করে চলাচলের উপযোগী করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা। সুত্র জানায়, ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা নালিতাবাড়ী উপজেলায় গত কয়েকদিন ধরে টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের মিশন মোড় নামক স্থানে হতে বিজিবির চৌকিদার টিলা সীমান্ত ফাঁড়ি, উত্তর আন্ধারুপাড়া ও খলচান্দা কোচপাড়া পর্যন্ত যাওয়ার প্রধান সড়কের মধ্যবর্তী স্থানে রাস্তা ধসে পড়ে। এতে চৌকিদারটিলা সীমান্ত ফাঁড়িসহ আশেপাশের সীমান্তবর্তী ৩/৪টি গ্রামের শতশত মানুষ নালিতাবাড়ী উপজেলার সাথে বিচ্ছিন্ন হয়ে পড়ে। গ্রামবাসীরা চলাচলে চরম ভোগান্তির শিকার হন। এমতাবস্থায়, ওই রাস্তা দিয়ে বিজিবির টহল বৃদ্ধি, মানুষ ও যান চলাচল সচল করার লক্ষ্যে রবিবার বিজিবি সদস্যরা নিজ উদ্যোগে রাস্তা সংস্কার ও মেরামতের কাজ শুরু করে। বর্তমানে রাস্তাটি চলাচলের উপযোগী হয়েছে। বিজিবির এমন জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসার জন্য সীমান্তবর্তী গ্রামবাসীরা বিজিবিকে ধন্যবাদ জানিয়েছেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |