শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০২:৩০ পূর্বাহ্ন

আপডেট
জলঢাকার সাবেক দুই এমপি ও উপজেলা চেয়ারম্যান সহ ১৬০ জনের নামে মামলা

জলঢাকার সাবেক দুই এমপি ও উপজেলা চেয়ারম্যান সহ ১৬০ জনের নামে মামলা

রাশেদুল ইসলাম আপেল, নীলফামারীঃ নীলফামারী-০৩ (জলঢাকা) আসনের সাবেক দুজন এমপি এমপি সাদ্দাম হোসেন পাভেল ও অধ্যাপক গোলাম মোস্তফা উপজেলা চেয়ারম্যান আনছার আলী মিন্টু, আব্দুল ওয়াহেদ বাহাদুরসহ সহ ১৬০ জনের নামে আদালতে মামলা হয়েছে। একই মামলায় অজ্ঞাত রয়েছে ১০০০-১৫০০ জন। বাদী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট আবু সফী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার নীলফামারীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন জলঢাকা পৌরসভার দক্ষিণ কাজির হাট হাজীপাড়া গ্রামের মোঃ মজিবর রহমানের ছেলে মোঃ ইয়াছিন আলী। এজহারে বাদী উল্লেখ করেন, বিগত ৪ অগাস্ট দুপুর সাড়ে ১২ টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মিছিল জলঢাকা উপজেলা সহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেন।

এসময় জলঢাকা পেট্রোল পাম্প এলাকায় মিছিলটি পৌঁছামাত্র সশস্ত্র আওয়ামী লীগ বাহিনী আসামিদের নেতৃত্বে লাঠি, ছোড়া, চাইনিজ কুড়াল ইত্যাদি মারাত্মক ধারালো অস্ত্র নিয়ে মিছিলে হামলা করে। এতে বাদী ইয়াসিন আলীকে হত্যার উদ্দেশ্যে তার মাথায় গুরুতর রক্তাক্ত জখম ও ডান পায়ে জখম করে। আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বাদীর মাথায় ৬টি ও উরুতে ৮টি সেলাই প্রদান করা হয়। এবিষয়ে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, এখনো আদালতের কাগজ আমাদের কাছে আসেনি। কাগজ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |