শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০২:৩১ পূর্বাহ্ন

আপডেট
কুয়াকাটায় ৪৬ কেজি ওজনের পাখি মাছ, বিক্রি ৯ হাজার টাকায়

কুয়াকাটায় ৪৬ কেজি ওজনের পাখি মাছ, বিক্রি ৯ হাজার টাকায়

কুয়াকাটায় ৪৬ কেজি ওজনের পাখি মাছ, বিক্রি ৯ হাজার টাকায়

কুয়াকাটা প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটা মৎস মার্কেটে বিশাল একটি পাখি মাছ বিক্রির জন্য নিয়ে আসেন পাথরঘাটার জেলে সোহেল রানা। ৪৬ কেজি ওজনের এ মাছটি তার জালে ধরা পড়েছে। বুধবার (৯ অক্টোবর) সকালে কুয়াকাটা আড়তে নিয়ে আসলে এ সময় মাছটি দেখতে ভিড় করেন উৎসুক জনতা। জানা গেছে, উপকূলে এসব মাছের চাহিদা না থাকায় নিলামের মাধ্যমে মোঃ হাসান নামের এক মাছ ব্যবসায়ী ২০০ টাকা কেজি দরে মাছটি ৯ হাজার ২শ’ টাকায় কিনে নেন। জেলে সোহেল বলেন, ‘এই প্রজাতির মাছ এখন কম ধরা পড়ছে। মাছগুলো বেশ শক্তিশালী আমার কাছে মনে হয়। আগে আরও বেশি ধরা পড়তো এ মাছ। সকালে কুয়াকাটা বাজারে নিলামের মাধ্যমে বিক্রি করেছি।’ কলাপাড়া উপজেকলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘এই মাছের বৈজ্ঞানিক নাম সেইল ফিস জেলেরা এটিকে (পাখি মাছ) বলে থাকে। এ মাছগুলো গভীর সমুদ্র থাকে। ঘন ঘন সমুদ্রের আবহাওয়া খারাপ থাকায় মাছগুলো উপকূলে আসে না। যার কারণে কম ধরা পড়ছে। তবে আগের চেয়ে বঙ্গোপসাগরে এসব মাছ বেড়েছে। আশা করছি, আরও বড় বড় সাইজের মাছ জেলেরা শিকার করতে পারবেন।’

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |