শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১০:২৫ অপরাহ্ন

আপডেট
মালয়েশিয়া থেকে দেশে এসে বন্যার্তদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা বিজ্ঞানী ড. সাইদুর রহমান

মালয়েশিয়া থেকে দেশে এসে বন্যার্তদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা বিজ্ঞানী ড. সাইদুর রহমান

মো. আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের ডিসটিংগুইশড রিসার্চ প্রফেসর ময়মনসিংহের ফুলপুর উপজেলার কৃতি সন্তান বিশ্বসেরা বিজ্ঞানী ড. সাইদুর রহমান সম্প্রতি টানা বর্ষণে ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন।

রবিবার (১৩ অক্টোবর) বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ছনধরা ইউনিয়নের তারাকান্দা ডেংবাড়ি মোড়ে, মুন্নাখালী, নয়াপাড়া ও বাঘেরকান্দাসহ বিভিন্ন এলাকায় বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ত্রাণ হিসেবে জনপ্রতি তিনি ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন, ১টি সরিষা তেলের বোতল, ১টি গায়ের সাবান, আধা লিটার হুইল, ১ কেজি পিয়াজ, ২৫০ গ্রাম শুকনা মরিচ, ২ কেজি আলু, ১ কেজি লবণের প্যাকেট ও ২ লিটার পানির বোতলসহ ১ হাজার টাকার খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এসময় উনার সাথে ছিলেন, ইঞ্জিনিয়ার নাজমুল হাসান সোহাগ, নাবিল, সাবেক এসআই আবু বকর সিদ্দিক, রিয়াজ উদ্দিন, মফিদুল ইসলাম মাস্টার, নূরুল হক, বাদশা আলমগীর, নূরুল ইসলাম সরকার, রাসেল আহমেদ, সেকান্দর আলী, স্বেচ্ছায় রক্তদানে আমরা ফুলপুরবাসী সংগঠনের পরিচালক রাজিবুল ইসলাম, নাঈম রহমান সোহাগ, সোহাগ হাসান, নাজমুল হাসান, হাবিবুর রহমান, তানজিল হাসান, সাংবাদিক এম এ মান্নান প্রমুখ।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |