শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৬:২৫ অপরাহ্ন

অবৈধভাবে দেশে প্রবেশের সময় বাংলাদেশি নাগরিক আটক

অবৈধভাবে দেশে প্রবেশের সময় বাংলাদেশি নাগরিক আটক

অবৈধভাবে দেশে প্রবেশের সময় বাংলাদেশি নাগরিক আটক

আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশের সময় এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ। জানা গেছে, বুধবার (১৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করার সময় বাংলাদেশি নাগরিক শ্রী সবুজ দাসকে আটক করে ফকির মোড়া বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা।

তিনি জেলার নাসিরনগর উপজেলার কুন্ডা এলাকার ইন্দ্রজিত দাসের ছেলে। আটক সবুজ দাস জানান, গত ৪ মাস আগে রাজমিস্ত্রীর কাজ করতে অবৈধভাবে ভারতের আগরতলা যান। কাজ শেষে স্থানীয় মানবপাচারকারী মো. নাঈম চৌধুরীর মাধ্যমে অবৈধভাবে দেশে ফিরে আসার সময় আটক হয়েছেন তিনি। এদিকে বিজিবি জানিয়েছে, অবৈধ প্রবেশের দায়ে তাকে আটক দেখিয়ে আখাউড়া থানায় হস্তান্তর করা হয় ও মানবপাচারে সহায়তাকারী মো. নাঈম চৌধুরীর বিরুদ্ধে আখাউড়া থানায় মামলা দায়ের করা হয়।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |