শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৮:২৬ অপরাহ্ন

সোনারগাঁ বাসের ধাক্কায় বাস উল্টে আহত ১৫

সোনারগাঁ বাসের ধাক্কায় বাস উল্টে আহত ১৫

ব্যুরো প্রধান (নারায়ণগঞ্জ) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁয়ে আফিয়া সিএনজি পাম্পের সামনে সেন্টমার্টিন পরিবহন নামের বাসের ধাক্কায় যাত্রীবাহী একটি লোকার বাস উল্টে যায়। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় ও সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেয়া হয়েছে। আজ শনিবার (১৯ অক্টোবর) সকালে মহাসড়কের সোনারগাঁয়ের মোগড়াপাড়া চৌরাস্তা এলাকার আফিয়া ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে দশটার দিকে একটি লোকাল মিনি যাত্রীবাহি নাফ পরিবন যাত্রী নেওয়ার উদ্দেশে মহাসড়কের পাশে আফিয়া ফিলিং স্টেশনের সামনে থামানোর চেষ্টা করছিল। ওই সময় ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে মিনি বাসটি উল্টে যায়। এতে উভয় বাসের অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহেদ মোর্শেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে গাড়ি সরিয়ে দিয়েছে। অনেক যাত্রী আহত হয়েছে। তবে এই ঘটনায় কেউ নিহত হয়নি। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |