সোমবার, ২১ অক্টোবর ২০২৪, ০১:৫০ পূর্বাহ্ন

আপডেট
কক্সবাজারে স্বৈরাচারের ‘দোসর’ সাংবাদিকদের তালিকা প্রকাশ করলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফরিদগঞ্জে একই ব্যক্তির সরকারি চাকরিতে বয়স ৫১, মুক্তিযোদ্ধা ভাতায় ৭১! আগের দিন অভিযোগ, পরদিন প্রত্যাহার, ৮৮ দিনে পদোন্নতি ফরিদপুরের সাবেক টিআই দম্পতির আরও সোয়া ৭ কোটি টাকার সম্পদ জব্দ অবৈধভাবে শতকোটি টাকার মালিক, এসপি শাহজাহানের বক্তব্য জানতে চায় দুদক রাজশাহীতে ২৩ হাজার ৫শ ১০ জন শিক্ষার্থীকে এ এইচপিভি টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ শেষ মুহূর্তে মনোনয়ন প্রত্যাহার করল তরফদার, বিজয় নিশ্চিত ইমরুলের পুলিশের থাকা-খাওয়ার মান সন্তোষজনক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা কত ক্ষমতা সিন্ডিকেট ব্যবসায়ীদের, প্রশ্ন তাসরিফের শিক্ষা বোর্ডে পাথর-লাঠি-কাঠ দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা
মান্দায় অধ্যক্ষের পদত্যাগের দাবিতে ঝাড়ু মিছিল

মান্দায় অধ্যক্ষের পদত্যাগের দাবিতে ঝাড়ু মিছিল

মোঃ রায়হান আলী, মান্দা: নওগাঁর মান্দায় “চকউলী বহুমূখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ” এর অধ্যক্ষ নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম,দূর্ণীতি,স্বেচ্ছাচারিতা ও নিয়োগ বাণিজ্য,ছাত্র-ছাত্রী,অভিভাবক এবং এলাকাবাসীর সাথে অসদাচরণের প্রতিবাদে ও তার স্থায়ীভাবে পদত্যাগের দাবিতে ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে। এসময় বিক্ষোভ প্রদর্শন করেন আন্দোলনকারীরা। রবিবার (২০ অক্টবর) বেলা ১১ টার দিকে অত্র প্রতিষ্ঠানের সকল ছাত্র-ছাত্রী,শিক্ষক-কর্মচারী,গভর্নিং বডির সদস্যবৃন্দ ও এলাকাবাসী’র আয়োজনে এ ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় অধ্যক্ষ নজরুল ইসলামের স্থায়ীভাবে পদত্যাগের জন্য দাবি জানায় তারা।

এসময় বক্তব্য রাখেন, অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, সহকারী শিক্ষক খায়রুল আলম, শিক্ষার্থী ইশরাত হিমেল রিমা ও আয়েশা সিদ্দিকা প্রমূখ। এছাড়াও স্থানীয় এলাকাবাসী আব্দুস সালাম,গিয়াস উদ্দিন সরদার, রোস্তম আলী,সাইফুল ইসলাম,ইয়াছিন আলী এবং মমতাজ বেগম প্রমূখ। এসময় তারা বলেন, অধ্যক্ষ নজরুল ইসলাম সব কিছুতে দলীয় প্রভাব খাঁটিয়ে নিজের ইচ্ছামত শিক্ষা প্রতিষ্ঠানটি পরিচালনা করেন। ক্ষমতার অপব্যাবহার দেখিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ করেন। এমনকি নিয়ম বহির্ভূতভাবে প্রায় অর্ধকোটি টাকার অবৈধ নিয়োগ বাণিজ্য করেছেন।

এছাড়াও ছাত্র-ছাত্রী,অভিভাবক এবং এলাকাবাসীর সাথে অসদাচরণের বিস্তর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অথচ, প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পাননা। তার বিরেুদ্ধে কেউ প্রতিবাদ করলে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে থাকেন। তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। এমতাবস্থায় অতিদ্রুত তার স্থায়ীভাবে পদত্যাগের দাবিতে এ দাবিতে ঝাড়ু মিছিলের আয়োজন করেন তারা।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |