সোমবার, ২১ অক্টোবর ২০২৪, ০৯:১৩ অপরাহ্ন

আপডেট
ফ্যাসিবাদের পুনর্জীবন ঘটলে দায় অন্তর্বর্তী সরকারকে নিতে হবে: সাভারে রিজভী  কুলিয়ারচরে প্রধান শিক্ষকের সাথে বেতন বৈষম্য সহকারী শিক্ষকদের ক্লাস বর্জন সৌমিত্র শেখরের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে দুদকের চিঠি মুরাদনগরে উপজেলায় জরায়ু ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে কিশোরীদের এইচপিভি টিকা প্রদান গোপালপুরে ১৪’শ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক ময়মনসিংহে বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা নালিতাবাড়ীতে গারো পাহাড়ের ঢাল থেকে যুবকের মরদেহ উদ্ধার ঠাকুরগাঁওয়ে ইউপি সদস্যদের অপসারণ না করার দাবিতে মানববন্ধন ও র‍্যালি স্ত্রীর ভাইয়ের মেয়েকে বিয়ে করা হারুন মেম্বার গ্রেপ্তার খাগড়াছড়িতে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুনামেন্টের উদ্বোধন
খাগড়াছড়িতে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুনামেন্টের উদ্বোধন

খাগড়াছড়িতে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুনামেন্টের উদ্বোধন

এম মহাসিন মিয়া (খাগড়াছড়ি) : খাগড়াছড়িতে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুনামেন্ট ২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে। ২১ অক্টোবর (সোমবার) বিকেলে জেলার খাগড়াছড়ি উচ্চবিদ্যালয় মাঠে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুনামেন্টের আহবায়ক তুহিন কুমার দে’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুনামেন্টের শুভ উদ্বোধন করেন, খাগড়াছড়ি পার্বত্য জেলার সাবেক সংসদ সদস্য, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া বলেন, খেলাধুলা যুবকদের মন ভালো রাখে এবং শরীর সুস্থ রাখে। এছাড়াও বিভিন্ন প্রকার অসামাজিক কার্যক্রম ও মাদকাসক্ত থেকে দূরে রাখতে এবং ডিজিটাল আসক্ত থেকে বিরত থাকতে লেখাপড়ার পাশাপাশি যুবক ও শিক্ষার্থীদের খেলাধুলার পরিবেশ তৈরী ও সুযোগ করে দেয়া আবশ্যক। এছাড়াও জেলার প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে এ টুনামেন্টের আয়োজন করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থা এডহক কমিটির সদস্য সচিব ও ক্রীড়া অফিসার হারুন অর রশিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ সহ জেলার ক্রীড়া প্রেমী ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। টুনামেন্টের উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন, মানিকছড়ি একাদশ বনাম সম্প্রীতি একাদশ।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |