বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০৭:৩৫ অপরাহ্ন

খাগড়াছড়িতে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে জেলা সাংবাদিক অবহিতকরন

খাগড়াছড়িতে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে জেলা সাংবাদিক অবহিতকরন

এম মহাসিন মিয়া (খাগড়াছড়ি): খাগড়াছড়িতে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে জেলা সাংবাদিক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর (বুধবার) সকাল ১০টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত অবহিতকরণ এ সভায় সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবেরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ডা. উৎপল চাকমাসহ প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক বৃন্দরা।

ইপিআই সদর দপ্তর, ঢাকা এর আয়োজনে অনুষ্ঠিত সভায় জানানো হয়, পঞ্চম থেকে নবম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী এবং ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষাপ্রতিষ্ঠান বা তার বহির্ভূত কিশোরীদের বিনা মূল্যে এইচপিভির টিকা বিনা মূল্যে প্রদান করা হবে।

আগামী ২৪ অক্টোবর থেকে এ ক্যাম্পেইন চলবে চার সপ্তাহব্যাপী । প্রথম ২ সপ্তাহ স্থায়ী শিক্ষাপ্রতিষ্ঠান ও কেন্দ্রসমূহে দেওয়া হবে। পরবর্তী ২ সপ্তাহ কমিউনিটির অস্থায়ী ও স্থায়ী কমিউনিটি কেন্দ্রে দেওয়া হবে। সরকারি ছুটি ও শুক্রবার ব্যতিত প্রতিদিন সকাল ৮ টা থেকে দুপুর ৩ টা ৩০ মিনিট পর্যন্ত এ টিকা প্রদান কর্মসূচী চলমান থাকবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |