বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ১২:০২ পূর্বাহ্ন

ধর্মপাশায় মাছের মিশ্রচাষ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

ধর্মপাশায় মাছের মিশ্রচাষ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোবারক হোসেন রুবেল,ধর্মপাশা: ধর্মপাশা উপজেলা পরিষদ হলরুমে বুধবার সকাল ১০টার দিকে পাবদা, গুলশা ও কার্প জাতীয় মাছের মিশ্রচাষ ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এই প্রশিক্ষণের আয়োজন করে। এতে উপজেলার বিভিন্ন গ্রামের ২০জন মৎস্যচাষী অংশ নেয়।

প্রশিক্ষণ শুরুর আগে মৎস্য চাষীদের উদ্দেশ্যে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গিয়াস উদ্দীন, হোয়াটস অ্যাপে যুক্ত হয়ে বক্তব্য দেন মৎস্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. আশরাফুজ্জামান। প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো.শামশুল করিম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো.মাহমুদুর রহমান।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |