সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০২:০৩ পূর্বাহ্ন

শরীয়তপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ-অফিস ভাঙচুর

শরীয়তপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ-অফিস ভাঙচুর

শরীয়তপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ-অফিস ভাঙচুর

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে বিএনপি ও যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পৌরসভা যুবদলের অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে। সোমবার (২৮ অক্টোবর) রাতে পৌরসভার জেলখানা গেট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় ভাবে জানা গেছে, শরীয়তপুর পৌরসভা যুবদলের সাংগঠনিক সম্পাদক টিটু চোকদারের সঙ্গে পৌর বিএনপি নেতা সুমন খানের কোন্দল রয়েছে। সোমবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে হাতাহাতি হলে উভয়পক্ষের লোক সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় সুমন খানের সমর্থকদের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে টিটু চোকদারের যুবদলের কার্যালয় ভাঙচুরের অভিযোগ ওঠে। শরীয়তপুর পৌরসভা যুবদলের সাংগঠনিক সম্পাদক টিটু চোকদার অভিযোগ করেন, রোববার যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বড় ধরনের মিছিল বের করি আমি।

যা অনেকের সহ্য হয়নি। তাই সোমবার আমার অফিসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালানো হয় ও ভাঙচুর করা হয়। এদিকে পাল্টা অভিযোগ করে পৌরসভা বিএনপি নেতা সুমন খান বলেন, বিগত দিনে সে (টিটু চোকদার) স্বৈরাচার আওয়ামী লীগের হয়ে কাজ করেছে। আজ আমার সামনে বসে সে আমাদের সাবেক এমপিকে নিয়ে কটূক্তি করেছে এবং আমাকে মারধর করেছে। সে নিজে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ক্লাব ভাঙচুর করে আমার ওপর দোষ চাপাচ্ছে। এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, দলীয় কোন্দল নিয়ে এ ঘটনা ঘটেছে। যুবদলের একটি অফিসে ভাঙচুর চালানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |