বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০১:৩০ অপরাহ্ন

যৌথবাহিনীর অভিযানে ৪০ মামলা ও ১৬ যানবাহন আটক

যৌথবাহিনীর অভিযানে ৪০ মামলা ও ১৬ যানবাহন আটক

যৌথবাহিনীর অভিযানে ৪০ মামলা ও ১৬ যানবাহন আটক

মানিকগঞ্জ প্রতিনিধি: সড়কে নিরাপত্তা বৃদ্ধি এবং শৃঙ্খলা রক্ষায় ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত এই অভিযান চলে। এতে পুলিশ, সেনাবাহিনী, আনসার ও বিআরটিএ’র কর্মকর্তারা অংশ নেন। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, আমরা ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলরত মোটরসাইকেল, প্রাইভেটকার ও মাইক্রোবাসের কাগজপত্র পরীক্ষা করেছি। এ সময় নিয়মিত মামলার অংশ হিসেবে ৪০টি যানবাহনকে মোট ১ লক্ষ আটাশি হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে ১৫টি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার আটক করা হয়েছে। এসব যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |