বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৯:২৭ অপরাহ্ন

আগামীর ছাত্ররাজনীতি হবে রানিং স্টুডেন্টদের নিয়ে; ছাত্রদল সভাপতি 

আগামীর ছাত্ররাজনীতি হবে রানিং স্টুডেন্টদের নিয়ে; ছাত্রদল সভাপতি 

রাজীব আলী রাজশাহীঃ ছাত্রদলের আগামীর ছাত্ররাজনীতি হবে রানিং স্টুডেন্টদের নিয়ে। তারুণ্য নির্ভর কমিটি দেওয়া হবে সারাদেশে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোর দিকে আমরা বিশেষ নজর দিব এবং শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী তরুণদের নেতৃত্বে নিয়ে আসব। পাশাপাশি দীর্ঘদিন যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছে তাদেরকে আমি প্রতিশ্রুতি দিতে চাই তারাও যোগ্য সম্মান পাবেন। তাদেরকে মূল্যায়ন করা হবে”। বুধবার (৩০ অক্টোবর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বুদ্ধিজীবী চত্বরে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মাঝে তারেক রহমানের ৩১ দফা ও ছাত্রদলের লিখিত প্রতিশ্রুতি প্রদানকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, “দেশনায়ক তারেক রহমান ক্ষমতার রাজনীতি করেন না। দেশের মানুষ বিএনপিকে মনপ্রাণ থেকে ভালোবাসে। বিএনপি এমনিতেই ক্ষমতায় আসবে। তারেক রহমানের প্রতিশ্রুতি দেওয়ার প্রয়োজন ছিল না। কিন্তু তিনি ক্ষমতার রাজনীতি করেন না বরং মানুষের রাজনীতি করেন, ৩১ দফার রাজনীতি করেন”।
লিখিত প্রতিশ্রুতি দেওয়ার ব্যাপারে তিনি বলেন, “লিখিত অঙ্গিকার দিয়ে রাজনীতি করার সাহস ছাত্রদল ছাড়া অন্য কারো নেই। কারণ ছাত্রদল মিথ্যা অঙ্গিকার নয় ছাত্রদের প্রকৃত অধিকার নিয়ে কাজ করতে চাই। আমরা লিখিত অঙ্গিকার দিয়ে যাচ্ছি যদি আমরা কথা না রাখি আপনারা আমাদের উপর প্রশ্ন তুলতে পারবেন। আমরা সে জায়গা রাখতে চাই”। এসময় তিনি শিক্ষার্থীদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। প্রস্থানকালে শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনের সামনে একটি বৃক্ষরোপনও করেন তিনি। এ আয়োজনে সাধারণ শিক্ষার্থীদের সাথে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |