মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২১ অপরাহ্ন
একেএম,রুহুল আমীন স্বপন( স্টাফ রিপোর্টার) : এডিস মশাই ডেঙ্গুর প্রকোপ বারায়।বিএনপির-ঢাকা মহানগর উত্তর এর উদ্যোগে চলছে গন সচেতনতা তৈরির কাজ। সে লক্ষ্যে আজ উত্তরার জমজম টাওয়ারের সামনে থেকে শুরু করে এই কার্যক্রম। লিফলেট বিতরণ ও জনসাধারণের মাঝে সচেতন মুলক পরামর্শ ,কি করনিয় এই মূহুর্তে । গত মঙ্গল বার সকাল ০৮ থেকে বুধবার বার সকাল ০৮ পর্যন্ত ২৪ ঘন্টায় এই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে আরো ০৪ জন।
এ সময় নুতন করে ১ হাজার ১৫৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এসব বিষয়ে জনসাধারণ কে সচেতন করার জন্যই মুলতঃ বিএনপি ঢাকা মহানগর উত্তর এর পক্ষ থেকে আজকের এ আয়োজন। এ সময় উপস্থিত ছিলেন ,মোঃ মোস্তফা জামান, সাবেক,সাধারন সম্পাদক ,বিএনপি,ঢাকা মহানগর উত্তর।
সেগুন, যুবদল নেতা। মোঃ টিপু সরকার ,যুবদল নেতা। মোঃ আলী,সাবেক কমিশনার ,৪৯ নং ওয়ার্ড ঢাকা সিটি করপোরেশন উত্তর। আরো উপস্থিত ছিলেন খিলক্ষেত থানা কৃষক দলের প্রতিষ্ঠাতা সভাপতি (সাবেক), মোঃ ইমানুল হক, বিএনপির খিলক্ষেত থানার নেত্রীবৃন্দ,মোঃ সেলিম,মোঃ ইকবাল ,আলী হোসেন,মোঃ কিরন,আরফান,মিজানুর-২ সহ অসংখ্য নেতা কর্মী।