বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৮:১২ পূর্বাহ্ন

তিতাসে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান ও জরিমান আদায়

তিতাসে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান ও জরিমান আদায়

ইমাম হোছাইন,তিতাস: কুমিল্লা তিতাসের বাতাকান্দি বাজারে যানজট নিরসন ও যত্রতত্র যানবাহন পার্কিং নিয়ন্ত্রণসহ অবৈধ স্থাপনা ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ফুটপাতে হকার বসতে নিষেধ করে মাইকিং করা হলেও অনেকে তা না মানায় এ অভিযান চালানো হয় বলে জানা গেছে। রবিবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার বাতাকান্দি বাজারের বাস স্টেশন গৌরীপুর-হোমনা সড়কের দু’পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত অভিযান শুরু হয়। পরে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক,বাতাকান্দি-রায়পুর সড়কের দু’পাশে ফুটপাতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা।

এর আগে মাইকিং করা হলে বাস স্টেশন গৌরীপুর-হোমনা সড়কের ফুটপাত দখলকারীরা অনেকেই তাদের স্থাপনা সরিয়ে নেয়। এসময় অভিযান পরিচালনাকালে পাঁচটি দোকানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন চাকমা।

স্থানীয় ও প্রশাসন সুত্রে জানা যায়, বাতাকান্দি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক দুটির দু’পাশে এক শ্রেণীর হকার ও ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করে আসছিল। এতে করে ফুটপাতের বিভিন্ন অংশে এবং দু’টি সড়কে জনচলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। অভিযানকালে এসব অবৈধ স্থাপনা সরিয়ে ফুটপাত মুক্ত করে চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। এছাড়া যত্রতত্র পার্কিং যানবাহন দাঁড় করিয়ে যাত্রী উঠানামার ফলে বাজারের বিভিন্ন পয়েন্টে তীব্র যানজটের সৃষ্টি করছিল এসব যানবাহনের চালকরা। পরে যত্রতত্র যানবাহন পার্কিংরোধে চালকদের সতর্ক করা হয়।  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা সাংবাদিকদের জানান,বাতাকান্দি বাজারের ফুটপাত দখল করে ব্যবসা করার ফলে প্রতিনিয়ত যানজট লেগে থাকে এবং মানুষজন চলাচলে সমস্যা হয়। তাই আজ বাতাকান্দি বাজারের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছি, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |