বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২৫ অপরাহ্ন

আপডেট
একাত্তরের ভুল প্রমাণিত হলে জাতির কাছে ক্ষমা চাইব: জামায়াত আমির রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান থাকছে না সংসদ ও স্থানীয় নির্বাচনে একবারে ভোটগ্রহণের প্রস্তাব সাবেক সিইসি রউফের দুর্যোগে সশস্ত্র বাহিনী দুর্গত জনগণের শেষ ভরসার স্থান জাতি গঠনমূলক কাজে সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা ঢাকার সড়কে অটোরিকশা চালকরা, বন্ধ যান চলাচল জেনারেল ওয়াকারের সঠিক সিদ্ধান্তে সশস্ত্র বাহিনী আবারও আস্থার প্রতীক ময়মনসিংহে ট্যুরিস্ট পুলিশের “National Integrity Strategies” বিষয়ক কোর্স এর সমাপনী অনুষ্ঠানে রেঞ্জ ডিআইজি বিভাগের শিক্ষার্থীদের ১১ দফা: জাবি ক্যাম্পাসে মোটরচালিত যানবাহন বন্ধ
নোবিপ্রবিতে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং বিষয়ক কর্মশালা

নোবিপ্রবিতে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং বিষয়ক কর্মশালা

নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘ওয়ার্কশপ অন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং: রিকয়্যারমেন্ট, এক্টিভিটিস এন্ড চ্যালেঞ্জেস’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর ২০২৪) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) সেমিনার কক্ষে অনুষ্ঠিত ওই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক।
আইকিউএসি পরিচালক ও কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আসাদুন নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে কী-নোট স্পিকার ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. আদনান মান্নান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ও শিক্ষা প্রশাসন বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জি এম রাকিবুল ইসলাম।
প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য বলেন ‘র‌্যাঙ্কিংয়ে আমাদের বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে এটাই প্রথম ওয়ার্কশপ, যা অত্যন্ত গুরুত্ব বহন করে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটিকে আরও যুগোপযোগী করে তুলতে হবে। এক্ষেত্রে সাইবার সেন্টার ও আইসিটি সেলের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। র‌্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সবাই একসাথে কাজ করবো। কর্মশালায় অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ।’
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক বলেন, ‘কর্মশালায় আপনাদের স্বাগত জানাই। নোবিপ্রবিকে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে নিতে যার যার অবস্থান থেকে সবাই মিলে কাজ করবো। এক্ষেত্রে যে সকল চ্যালেঞ্জ আসবে আমাদেরকে তা মোকাবেলা করতে হবে।’
কী-নোট স্পিকার অধ্যাপক ড. আদনান মান্নান বলেন, ‘ওয়ার্ল্ড র‌্যাঙ্কিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর নাম না থাকলে শিক্ষকগণ রিসার্চ গ্র্যান্ট এর জন্য আবেদন করতে পারেননা। তাই আপনাদেরকে র‌্যাঙ্কিং নিয়ে ভাবতে হবে, কাজ করতে হবে এবং দৃঢ়প্রতিজ্ঞ হতে হবে। র‌্যাঙ্কিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি যারা ভূমিকা পালন করেন তারা হলেন বিশবিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি নিযুক্ত হলে এক্ষেত্রে আরও এগিয়ে যাবে বিশ্ববিদ্যালয়গুলো। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটকে সমৃদ্ধ করতে হবে। এর ফলে র‌্যাঙ্কিংয়েও ইতিবাচক প্রভাব পড়বে।’
আইকিউএসি আয়োজিত কর্মশালায় অংশগ্রহণ করেন ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, রেজিস্ট্রার, রিসার্চ সেলের পরিচালক ও কর্মকর্তাবৃন্দ, সাইবার সেন্টারের পরিচালক ও কর্মকর্তাবৃন্দ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ও কর্মকর্তাবৃন্দ, ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |