বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:২২ অপরাহ্ন
রেজাউল করিম রেজা,ময়মনসিংহ : মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের প্রতি কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ডিআইজি ড. আশরাফুর রহমান বলেছেন, ময়মনসিংহ বিভাগে কারো কাছে মাদক থাকলে থানার পাশে ফেলে যান।
অন্যথায় মাদক প্রতিরোধে আইনি ব্যবস্থায় যত প্রক্রিয়া আছে তা সব ব্যবহার করা হবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মাদকবিরোধী এক সভায় এসব কথা বলেন ডিআইজি। মাদকের বিরুদ্ধে ময়মনসিংহ নগরীসহ বিভাগের সব জায়গায় পুলিশের বিশেষ অভিযান চলছে। এই অভিযানে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধীদের আটক করা হচ্ছে।
ডিআইজি আশরাফুর রহমান বলেন, ‘মাদক এখন জাতীয় সমস্যা। সবার সহযোগিতা নিয়ে সর্বগ্রাসী এ সমস্যাকে রুখতে হবে। মাদকের মূলোৎপাটন করা হবে। তারা যাতে আইনের কোনো ফাঁক দিয়ে পার পেতে না পারে এজন্য আইনজীবী ও সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।
মাদক নির্মূলে রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, ধর্মীয় নেতা, সাংবাদিক, মানবাধিকার কর্মী ও অভিভাবকসহ সমাজের সবস্তরের মানুষের সহযোগিতাও চেয়েছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. আশরাফুর রহমান ।