মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৯ অপরাহ্ন
শাহাদুল ইসলাম সাজু, জয়পুরহাট: জেলা আইনজীবী সমিতির ১১ পদের নির্বাচনে বিনা প্রতিদ্বদ্বিতায় বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থীরা বিজয় লাভ করেছেন।
বৃহষ্পতিবার মনোনায়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে আপ্যায়ন, ক্রীড়া, সংস্কৃতি ও সমাজ কল্যাণ সম্পাদক পদে দুই জন প্রার্থীর মধ্যে একজন প্রত্যাহার করে নেয়ায় নির্বাচন কমিশন বিনা প্রতিদ্বদ্বিতায় নির্বাচিতদের নাম ঘোষনা করেন ।
সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৮ পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে নির্বাচিতরা হচ্ছেন সভাপতি পদে এ্যাড: রফিকুল ইসলাম তালুকদার তরুণ, সাধারণ সম্পাদক পদে এ্যাড: আবু তাহের সরকার, অর্থ সম্পাদক পদে এ্যাড: গোলাম শাহরিয়ার, নীরিক্ষা সম্পাদক পদে এ্যাড: আব্দুল মোমিন হামিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে এ্যাড: রুহুল আমিন ফারুখ ও সদস্য পদে এ্যাড: সোহেলী পারভীন, এ্যাড: গোলাম মওলা ও এ্যাড: আব্দুল আলীম। জামায়াতে ইসলাম সমর্থিত বাংলাদেশ ল’ইয়ার্স এসোসিয়েশন থেকে নির্বাচিতরা হলেন সহসভাপতি এ্যাড: আইয়ুব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড: আলমগীর কবির, আপ্যায়ন, ক্রীড়া, সংস্কৃতি ও সমাজ কল্যাণ সম্পাদক পদে এ্যাড: মামুনুর রশিদ। জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০২৫ উপলক্ষে নির্বাচনী তফশিল ঘোষনা করেন নির্বাচন কমিটির প্রধান এ্যাড: আব্দুর রহমান।
নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও বাংলাদেশ ল’ইয়ার্স এসোসিয়েশন থেকে যৌথভাবে প্রত্যেক পদে একজন করে প্রার্থী মনোনয়ন পত্র জমা দেয়। শুধুমাত্র আপ্যায়ন, ক্রীড়া, সংস্কৃতি ও সমাজ কল্যাণ সম্পাদক পদে এ্যাড: মামুনুর রশিদ ও এ্যাড: নূর ই আলম সিদ্দিকী মনোনয়ন পত্র জমা দিলেও প্রত্যাহারের শেষ দিন বৃহস্পতিবার এ্যাড: নূর ই আলম সিদ্দিকী মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন। ফলে সকল পদে বিন প্রতিদ্বদ্বিতায় নির্বাচিত হন। এ নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে নির্বাচনে কেউ অংশগ্রহন করেনি বলে জানান, নির্বাচন কমিটির প্রধান এ্যাড: আব্দুর রহমান।