সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৫৭ অপরাহ্ন

আপডেট
বদলগাছীতে মাঠজুড়ে পাকা ধানের ঘ্রাণ, কৃষকের ঘরে ঘরে সোনালি উৎসব!

বদলগাছীতে মাঠজুড়ে পাকা ধানের ঘ্রাণ, কৃষকের ঘরে ঘরে সোনালি উৎসব!

মেহেদী হাসান সবুজ, বদলগাছী (নওগাঁ):  হালকা কুয়াশার পর্দা সরে গিয়ে মিষ্টি রোদ এসে পড়তেই দেখা গেল দিগন্তজোড়া প্রান্তরের সোনালি ঢেউ। মৃদু বাতাসে পাকা ধানের শীষের দোলা মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এর মাঝেই দেখা গেল কাস্তে হাতে ব্যস্ত কৃষকরা। বরেন্দ্র অঞ্চলের শস্যভান্ডারখ্যাত বদলগাছী উপজেলার মাঠে মাঠে চলছে আমন ধান কাটা।

মাঠের পাকা ধান কেটে তুলতে হবে গোলায় এমন প্রতিযোগিতায় বদলগাছী উপজেলার ৮টি ইউনিয়নে শুরু হয়েছে আমন ধান কাটামাড়াইয়ের কাজ। নওগাঁর বদলগাছীতে এবার চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। দামও ভাল পাওয়ায় চাষিরা খুশি ।

বদলগাছী উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবারে এ উপজেলায় আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ছিল ১৪ হাজার ৪শ ৮৩ হেক্টর জমি। উপজেলায় আমন ধান চাষ হয়েছে ১৪ হাজার ৪ শ ৮৫ হেক্টর জমিতে।

বিলাশবাড়ী ইউপির কাশিমালা গ্রামের আশরাফুল ইসলামের ছেলে তুফান বলেন, এ বৎসর কৃষকের ভূলের কারনে দু এক বিঘা জমি ছাড়া সব জমিতেই ধানের ফলন ভাল হয়েছে। এ বছর ব্রীধান ৮৭, ৪৯, ৫১, ৫২, ৩৪, ১০৩ ও বীনা ১৭, ৯০ জাতের ধান ব্যাপক হারে চাষ করেছে কৃষকেরা।ইতিমধ্যেই কৃষকেরা ধান কাটায় ব্যস্ত সময় পার করছে । কেউ কেউ কাঁধে করে ধানের আঁটি নিয়ে মাঠের মেঁঠো পথ ধরে হেঁটে যাচ্ছেন।
সব মিলিয়ে পরিপূর্ণ এক দৃশ্য—যেন শিল্পীর তুলিতে আঁকা।

বদলগাছী উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান বলেন, আমন ধান চাষ ব্যাপারে উপসহকারী কৃষি কর্মকর্তারা বেশ তৎপর ছিলেন। কিছু কিছু কীটনাশক আছে যে গুলি এক সাথে মিশ্রন করে ছিটানো হলে ধানের প্রচুর ক্ষতি হবে। কৃষকদের অসচেতনতা ও কীট নাশক ব্যাবসায়ীরা এজন্য দায়ী।

তিনি আরও বলেন, আবহাওয়া ও সময় মত বৃষ্টির কারনে ধানের ফলন আরো ভাল ফলাফল হয়েছে।আশা করছি কৃষকরা লাভবান হবেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |