সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:২৫ অপরাহ্ন

রায়পুরে ৯ হাজার কৃষদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

রায়পুরে ৯ হাজার কৃষদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

এম আর সুমন, রায়পুর (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের রায়পুরে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষে সরকারি প্রণোদনার আওতায় ৯ হাজার কৃষককের মধ্যে উফশী জাতের বোরো ধানের বীজ ও সার বিনামূল্যে প্রদান করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের প¶ থেকে এ উপকরণ বিতরণ করা হয়। বিনামূল্যে এ সার-বীজ কৃষকরা দেওয়ায় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা কৃষক ও কৃষি বিভাগের।

রায়পুর উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরান খান এ উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপজেলা কৃষি অফিসার তাহমিনা খাতুন, প্রাণী সম্পাদ কর্মকর্তা ডাঃ আতাউর রহমান ও যুব উন্নয়ন কর্মকর্তা পান্না আক্তার উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসার তাহমিনা খাতুন উপজেলার ৯ হাজার কৃষকের মাঝে ৫ কেজি বীজ ধান, ২০ কেজি করে সারও ৪ হাজার ৫’, কৃষককে হাইব্রিড জাতের ২ কেজি করে বীজ ধান দেওয়া হয়েছে। কৃষক এ বছর সরকারি প্রণোদনায় প্রাপ্ত বিনামূল্যে বীজ ও সার পাওয়ায় কৃষকরা বেশ উপকৃত হয়েছেন। আগামীতে এ সব ফসলের আবাদ আরও বাড়বে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |