ইশরাত মাসুদ, গলাচিপা (পটুয়াখালী): প্রায় ৫০ কেজি ওজনের দেড় থেকে ২ শত বছরের জীবিত সামুদ্রিক কচ্ছপ ধরা পড়েছে জেলে মো: সাইফুল ইসলামের (৩২) জালে । ঘটনাটি ঘটেছে পক্ষিয়া বন সংলগ্ন আগুনমুখা নদীতে রবিবার ভোর ছয়টায়।
গলাচিপা সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আবদুল হাওলাদের পুত্র জেলে মো: সাইফুল ইসলাম জানান, ইলিশ মাছ ধরার জন্য জো এর সময় আগুন মুখা নদীতে শনিবার রাত সাড়ে তিনটায় ইলিশের জাল ফেলি। ভোরে সেই জাল তোলার সময় প্রায় ৫০কেজি ওজনের একটি কচ্ছপ জালে ধরা পড়ে। কচ্ছপটি জাল থেকে তোলার সময় প্রায় অর্ধলক্ষ টাকার জাল ছিড়ে ফেলে। কচ্ছপটি লোন্দা স্লুইজ গেটে আনা হলে শত শত লোক ভীড় জমায়।
এ সময় এ্যানিমল লাভার্স অব পটুয়াখালী ও প্রানী কল্যান পরিবেশবাদী সংগঠনের গলাচিপা উপজেলার টিম লিডার মো: সোহেল হোসেন রাসেল উপস্থিত ছিলেন। জেলে মো: ফারুক মিয়া ও ওয়াসিম মৃধা জানান, এ ধরনের কচ্ছপ আর কোনদিন জেলেদের জালে ধরা পড়েনি। তবে দামের দিক থেকে লক্ষাধিক টাকা ছাড়িয়ে যাবে বলে স্থানীয়দের ধারনা।
পক্ষিয়া বন বিভাগের বিট অফিসার মো: জামাল হোসেন জানান, আমার ২৪বছরের চাকুরী জীবনে এত বড় সামুদ্রিক কচ্ছপ দেখিনি। তবে এটা জলপাইরাঙ্গা কচ্ছপ, বাংলাদেশে পান্না কচ্ছপ নামে পরিচিত। গলাচিপা বন বিভাগের রেঞ্চ কর্মকর্তা মো: জাহাঙ্গীর হোসেন জানান, পানপট্টি এলাকা সংলগ্ন আগুন মুখা নদীতে ট্রলার যোগে নদীর মাঝে রবিবার বিকাল ৪টায় কচ্ছপটি অবমুক্ত করা হয়।