বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৭:২৫ পূর্বাহ্ন

বিরামপুরে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

বিরামপুরে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আব্দুল আজিম, দিনাজপুর: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের চলমান মাদক বিরোধী অভিযানে উপ-পরিদর্শক হাসিবুল হাসান এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ২৫ নভেম্বর সোমবার সকালে জেলার বিরামপুর উপজেলায় ৭ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ী বিরামপুর উপজেলার ৪নং দিওড় ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ধানঘরা গ্রামের মোঃ মকবুল হোসেনের পুত্র মনু মিয়া (৪৭)।

মামলার এজাহার সুত্রে জানা যায়, ২৫ নভেম্বর সোমবার সকালে গোপন সংসাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক হাসিবুল হাসান এর নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে জেলার বিরামপুর উপজেলার ৪নং দিওড় ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ধানঘরা গ্রামের মোঃ মকবুল হোসেনের পুত্র মাদক ব্যবসায়ী মনু মিয়ার বাসায় ঘন্টাব্যাপী তল্লাশী চালিয়ে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এব্যাপারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক হাসিবুল হাসান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিরামপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর জানান, গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে জেলা কার্যালয় থেকে উপ-পরিদর্শক হাসিবুল হাসানের নেতৃত্বে একটি টিম বিরামপুরে মাদক বিরোধী অভিযানে গিয়ে মনু মিয়ার বসতবাড়ী থেকে ৭টি গাঁজাসহ তাকে আটক করে। মনু মিয়া দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত এবং এলাকার চিহ্নিত একজন মাদক কারবারী ছিলেন। আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |