বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৩:৪৫ অপরাহ্ন

খাগড়াছড়িতে তথ্য মেলা ২০২৪ উদ্বোধন ও আলোচনা সভা

খাগড়াছড়িতে তথ্য মেলা ২০২৪ উদ্বোধন ও আলোচনা সভা

এম মহাসিন মিয়া, খাগড়াছড়ি: “তথ্যই শক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে তথ্য মেলা ২০২৪ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৭ নভেম্বর (বুধবার) সকালে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটির আয়োজনে জেলা সদরের টাউন হলে বেলুন উড়িয়ে তথ্য মেলার উদ্বোধন করেন, প্রধান অতিথি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

র‌্যালি শেষে আলোচনা সভায় জেলা সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সহ-সভাপতি বেলা রানী দাশের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের, প্রশাসক খাগড়াছড়ি পৌরসভা ও উপপরিচালক স্থানীয় সরকার নাজমুন আরা সুলতানা, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক মো. জহুরুল আলম, জেলা তথ্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেন।

সভায় বক্তারা তথ্য অধিকার আইন ২০০৯, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, তথ্য অধিকার আইন কুইজ প্রতিযোগিতা, সরকারি প্রতিষ্ঠান সমূহে সরকারি সেবা সংলাপ, যুবদের দক্ষতা বৃদ্ধিতে সরকারি কার্যক্রম, দুর্নীতিবিরোধী নাটক পদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ করা সহ নানা বিষয়ে বিভিন্ন তথ্যমূলক আলোচনা তুলে ধরেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |