বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৪:২৯ অপরাহ্ন

আপডেট
পাবনায় সারের কৃত্রিম সংকট বস্তাপ্রতি দাম বেড়েছে ৭০০থেকে ৮০০ টাকা পিলখানা হত্যাকান্ডে সঠিক তদন্ত, জেলবন্দী মুক্তি ও চাকুরি পুনর্বহাল দাবিতে জামালপুরে মানববন্ধন আইনজীবী হত্যার প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবিতে ববিতে বিক্ষোভ সন্ত্রাসী হামলার বিচার চেয়ে সংবাদ সম্মেলন নবীনগরে ফেইসবুকে পোস্ট করে ৪ ঘন্টা পরে বিষপানে আত্মহত্যা লালপুরে প্রতিনিয়তই চুরি হচ্ছে রেলপথের ক্লিপ, ঝুঁকি নিয়ে চলছে ট্রেন হাওরে উড়াল সড়ক নির্মাণ কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন ইসকন নিষিদ্ধের আবেদন শুনানিতে যা হল খাগড়াছড়িতে তথ্য মেলা ২০২৪ উদ্বোধন ও আলোচনা সভা ভৈরবে একই পরিবারের ৪ বছরের মরদেহ উদ্ধার
নবীনগরে ফেইসবুকে পোস্ট করে ৪ ঘন্টা পরে বিষপানে আত্মহত্যা

নবীনগরে ফেইসবুকে পোস্ট করে ৪ ঘন্টা পরে বিষপানে আত্মহত্যা

হোসাইন ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদরের পালপাড়ার মোহাম্মদ জাকির মিয়ার বড় ছেলে মোঃ সাগর মিয়া (২২) মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে নবীনগর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন নতুন ভবনের কোনায় বসে কীটনাশক জাতীয় বিষপান করে। প্রত্যক্ষদর্শীরা সাগর মিয়াকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাগর মিয়ার অবস্থার অবনতি দেখে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বাঙ্গরা বাজার নামক স্থানে তাঁর মৃত্যু হয়।

জানা যায় একি প্রতিবেশী প্রবাসী আনোয়ার মিয়ার মেয়ে নিঝুম এর সাথে সাগর মিয়ার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক, নিঝুমের পরিবার বিষয়টি জানলে তাঁরা মেনে নিতে অস্বীকার করে এবং খারাপ আচরণ করে। তাদের এই সিদ্ধান্ত মেনে নিতে না পেরেই বিষপানে আত্মহত্যা করেছে।

প্রতিবেশীদের কাছে জানতে চাইলে তাঁরা বলেন, প্রেম জনিত কারণেই সাগর আত্মহত্যা করেন। এবিষয়ে নিঝুমের বাড়িতে গিয়ে নিঝুমসহ পরিবারের কাউকে খুঁজে পাওয়া যায়নি।

নবীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, সাগর মিয়ার মৃত্যুর খবর পেয়ে পুলিশ সাগর মিয়ার বাড়িতে গিয়ে প্রাথমিক তদন্ত শেষে লাশ নবীনগর থানায় নিয়ে আসে, এবং সুরতহাল শেষ করে ময়নাতদন্তের জন্য সাগর মিয়ার লাশ মর্গে পাঠানো হয়েছে, পাশাপাশি আইনগত প্রক্রিয়া চলমান।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |