বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১১:৪৪ অপরাহ্ন
মোবারক হোসেন রুবেল, ধর্মপাশা: পাখি শিকার বন্ধে ও প্লাস্টিকের ব্যবহার রোধে জনসচেতনতা বাড়াতে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে উপজেলার বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ, বাদশাগঞ্জ ভূমি কার্যালয়, বৌলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, বৌলাম ও মাটিকাটা গ্রামের আশপাশের থাকা আম, জাম, রেইনট্রিসহ বিভিন্ন গাছের উঁচু ডালে প্লাস্টিকের বোতল কেটে ভেতরে খড় ঢুকিয়ে দিয়ে ৫০টি পাখির বাসা তৈরি করে গাছের ডালে ডালে রশি দিয়ে বেধে দিয়েছেন উপজেলার বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা।
এই কার্যক্রমে অংশ নেন বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমুদ্র বিজ্ঞান বিষয়ের শিক্ষার্থী রিফাত জামিল, প্রথম আলো গাজীপুর বন্ধুসভার সদস্য তানভীর হাসান, বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থী রবিন আহমেদ, সুমন আহমেদ, তাশরিফ মুজাক্কির, ফারহান আহমেদ প্রমূখ৷
এই কার্যক্রমের প্রধান সমন্বয়ক রিফাত জামিল রিয়াদ বলেন, পাখি শিকার করা অপরাধ জেনেও এক শ্রেণির লোকজন পাখি শিকাার করে আসছে।এতে বিলুপ্তি ঘটছে বিভিন্ন প্রজাতির পাখির। ছোটবেলায় পাখির যে কিচির মিচির শব্দ শুনতাম তা এখন হয়ে উঠে না। পাখি শিকার বন্ধে জনসচেতনতা বাড়াতে এবং অপচশীল প্লাস্টিকের ব্যবহাররোধে আমরা এই উদ্যোগ নিয়েছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গিয়াস উদ্দীন বলেন, যারা এই কাজে অংশ নিয়েছেন তাদের সবাইকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমি সাধুবাদ জানাই। পাখি শিকার বন্ধে ও প্লাস্টিকের ব্যবহাররোধে জনসচেতনা বাড়াতে এই কার্যক্রম সারা দেশে ছড়িয়ে পড়ুক এটাই প্রত্যাশা।