বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১১:৩৭ অপরাহ্ন

আমতলীতে গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা

আমতলীতে গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা

মিথুন কর্মকার , আমতলী (বরগুনা): বৈষম্যবিরোধী আন্দোলনে গত জুলাই-আগস্ট মাসে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের নামে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্মরণে সভার করার নির্দেশ দিয়েছে শিক্ষা প্রশাসন। একই সঙ্গে ছাত্র-জনতার অভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতেও বলা হয়েছে।

অদ্য ২৭ নভেম্বর/২৪ রোজ বুধবার সকাল ১১ ঘটিকায় বরগুনা জেলার আমতলী উপজেলার চুনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে,অত্র বিদ্যালয়ের হল রুমে জুলাই আগষ্ট ছাত্র- জনতার গণ অভ্যুত্থাননে আহত ও শহিদদের স্মরণে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

স্মরণ সভায় সভাপতিত্ব করেন চুনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অ্যাডভোকেট মাহাবুব উল- আলম স্মরণ সভার শুরুতে জুলাই আগষ্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সারা দেশের শহিদ দের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

অত্র স্মরণ সভায় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও বিদ্যালয়ের সকল শিক্ষকগন। স্মরণ সভায় সূচনা বক্তব্য প্রদান করেন চুনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অ্যাডভোকেট মাহবুব উল- আলম।

উপস্থিত বক্তাগণ, সারা দেশের শহিদদের স্মরণ,আহতদের প্রতি সমবেদনা সহ তাদের আত্মত্যাগের প্রকৃত উদ্দেশ্য ও লক্ষ্য যেনো দেশের সর্বস্তরে বাস্তবায়িত হয় সে আশাবাদ ব্যক্ত করেন।

স্মরণ সভার সভাপতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব উল – আলম বলেন, ৫ আগস্ট এদেশে গণঅভ্যুত্থান হয়েছে। গণঅভ্যুত্থানে ছাত্র, শিক্ষক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষরা অংশ নিয়েছেন। শত শত ছাত্র শ্রমিক জনতা জীবন দিয়েছেন। তাদের রক্তের গণঅভ্যুত্থানে স্বৈরাচার সরকার পালিয়ে গেছে। পালিয়ে গিয়েও স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দোসররা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে । তাদের এই ষড়যন্ত্র কোনভাবেই প্রতিষ্ঠিত হতে দেয়া যাবে না। অনুষ্ঠানের শেষ ভাগে জুলাই – আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |