বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৭:০৪ পূর্বাহ্ন
নাজমুল হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী): গোয়ালন্দ ঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৫ (পঁয়তাল্লিশ) বোতল অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিলসহ ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রিয় সাংবাদিকবৃন্দ আসসালামু আলাইকুম, আপনারা অবগত আছেন যে রাজবাড়ী জেলা পুলিশ গুরুত্বপূর্ণ অপরাধ উদঘাটনে সদ্য বদ্ধপরিকর। ইতোমধ্যে রাজবাড়ী জেলায় সংঘটিত বিভিন্ন অপরাধ দ্রুততার সাথে উদঘাটন করা হয়েছে। আরো জানান গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলামের দিক নির্দেশনায় এসআই (নিঃ) আমিনুল ইসলাম সংগীয় ফোর্স সহ শুক্রবার ২৯/১১/২০২৪ইং ০২:৪০ ঘটিকার সময় গোয়ালন্দ ঘাট থানাধীন রাজবাড়ী-ঢাকাগামী হাইওয়ে রোডস্থ দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সম্মুখে কাদের ফকিরের দোকানের সামনে রাস্তার উপর চেকপোষ্ট করার সময় উক্ত মাদক ব্যবসায়ি কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী হলো: সাতক্ষীরা জেলা কলারোয়া থানার ( হাবিবুর রহমান মোড়লের বাড়ির পাশে) সোনাবাড়ি গ্রামের মৃত আশরাফুল ইসলাম ওরফে (পাগলা খোকন) ও মাথা: সাজেদা খাতুন ওরফে (সাজ্জে) এর ছেলে।
আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।