বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৫০ অপরাহ্ন

আপডেট
সোনারগাঁয়ে প্রয়াত সাবেক মন্ত্রী এ এস এম সোলায়মানের ২৭ তম মৃত্যু বার্ষিকী পালিত কেশবপুরে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে গরুর ল্যাম্পি স্কিন রোগ বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় কুড়িগ্রামের রিকতা আখতার ১৬ ডিসেম্বরের আগে কমিটি: কেমন নেতৃত্ব চায় জাবি ছাত্রদল রায়পুরে লেপ-তোষকের দোকানে ক্রেতার আকাল ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আজ বৈঠকে বসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভারতের উচিত বাংলাদেশের নতুন বাস্তবতা উপলব্ধি করা: মাহফুজ আলম বাংলাদেশে যুক্তরাজ্যের নাগরিকদের ভ্রমণ সতর্কতা বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিক করার বার্তা ঢাকা-দিল্লির ইসকন নেতা চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র
ময়মনসিংহে অন্তঃসত্ত্বা স্ত্রীর রক্তাক্ত ও স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার

ময়মনসিংহে অন্তঃসত্ত্বা স্ত্রীর রক্তাক্ত ও স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার

বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় একটি ঘরের মেঝে থেকে অন্তঃসত্ত্বা স্ত্রীর রক্তাক্ত এবং স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহে অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন স্বামী। শুক্রবার রাতে উপজেলার কাচিনা ইউনিয়নের পালগাও গ্রাম থেকে এই দম্পতির লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ভালুকা মডেল থানার ওসি সামছুল হুদা খান।

নিহত রত্না বেগম (৩০) ওই গ্রামের মুক্তার হোসেনের মেয়ে। তার স্বামী কামরুল ইসলাম (৩৫) একই উপজেলার বর্তা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তাদের পাঁচ বছর বয়সী একটি ছেলে আছে।

নিহতদের স্বজনদের বরাতে ওসি জানান, স্ত্রী রত্নার দ্বিতীয় সন্তান প্রসবের সময় কাছাকাছি হওয়ায় তাকে নিয়ে শুক্রবার দুপুরে কামরুল নিজ বাড়ি থেকে শ্বশুর বাড়ি পালগাও আসে।

পরে রাতের খাবার শেষে তাদের প্রথম সন্তানকে নানীর কাছে রেখে স্বামী-স্ত্রী পাশের আলাদা একটি ঘরে ঘুমাতে যায়। কিন্তু রাত ১০টার দিকে ছেলেটি কান্না-কাটি শুরু করলে নানী মনোয়ারা বেগম ওই ঘরে গিয়ে ডাকাডাকি করেন। “কিন্তু কেউ দরজা না খোলায় সন্দেহ হয়। পরে ঘরের দরজা ভেঙে মেঝেতে রত্নার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পাশেই গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় ছিল কামরুলের মরদেহ।”

পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের পাঠিয়েছে।

ওসি সামছুল হুদা খান আরও বলেন, পারিবারিক কলহের জের ধরে এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্তে কাজ করছে পুলিশ।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |