বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:০৩ অপরাহ্ন

সোনারগাঁয়ে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেফতার

সোনারগাঁয়ে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেফতার

আলআমিন কবির, সোনারগাঁও (নারায়ণগঞ্জ):  নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে রাকিব হাওলাদার (২২) ও হাছান গাজী(৩০) নামে দুই মাদক কারবারিকে ৪ কেজি গাঁজাসহ আটক করেছে থানা পুলিশ।  মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী।
এর আগে সোমবার বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষারিয়ারচর মেঘনা টোল প্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত মাদক কারবারি রাকিব হাওলাদার বরগুনা জেলার আমতলী থানার চাওড়া গ্রামের জসিমউদদীন হাওলাদারের ছেলে ও অপর মাদক ব্যবসায়ী হাছান গাজী একই এলাকার ধলু গাজীর ছেলে।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষারিয়ারচর মেঘনা টোল প্লাজা এলাকা থেকে যাত্রীবাহী বাস আটক করে তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ বারী জানান, আকটকৃত মাদক কারবারিদেরকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে!

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |