সৌরাভ হোসেন, ছাগলনাইয়া (ফেনী): রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার করে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বানে পিএফজির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জিরো পয়েন্টে আয়োজিত
মানববন্ধনে ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুস সালাম সরকার এর সভাপতিত্বে ও সুজন -সুশাসনের জন্য নাগরিক ছাগলনাইয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক আবদুল আউয়াল চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির সদস্য সচিব মো: আলমগীর বিএ।
বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক ইউসুফ মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক মনির আহাম্মদ খোকন, সাংবাদিক মো: নুরুজ্জামান সুমন, পিএফজির কো-অর্ডিনেটর সাংবাদিক কামরুল হাসান লিটন, সাংবাদিক জাহাঙ্গীর কবির লিটন, জেলা শ্রমিক কল্যাণ ফেরাডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ওসমান গনী মজুমদার আরিফ, ছাগলনাইয়া পৌর জামায়াতের সাধারণ সম্পাদক মো: ছালা উদ্দিন, সাংবাদিক শাখাওয়াত হোসেন পাটোয়ারী প্রমূখ।এসময় উপস্থিত ছিলেন মৌলভী সামছুল করিম কলেজের কম্পিউটার প্রদর্শক মো: আনোয়ার হোসেন,উত্তর পানুয়া দাখিল মাদ্রাসার সুপার দ্বীন মোহাম্মদ, সাংবাদিক শেখ কামাল, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক কিবরিয়া মজুমদার, উপজেলা যুবদল নেতা অহিদ উল্যাহ, রাধানগর ইউনিয়ন যুবদলের আহবায়ক শহীদ রানা, সাংবাদিক নজরুল ইসলাম চৌধুরী, ব্যবসায়ি নুরুল আলম।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার এর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।