মাহামুদুল হাসান তৌহিদ মন্ডল , শিবগঞ্জ (বগুড়া): কথায় আছে “জানার কোনো শেষ নাই, শিক্ষার কোনো বয়স নাই”। এই প্রবাদ শুধু মুখে নয়। বাস্তব জীবনেও নিজের ইচ্ছা পূরণ করতে ৭৪ বছর বয়সে বিএসএস পরীক্ষা দিচ্ছেন বগুড়ার শিবগঞ্জের সাইফুল ইসলাম। তিনি উপজেলার পিরব ইউনিয়নের ভাটরা গ্রামের বাসিন্দা। বৃদ্ধ বয়সে বিএসএস পরীক্ষায় অংশ নিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে তিনি।
জানা যায়, ছোট বেলা থেকেই উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার স্বপ্ন দেখছিলেন সাইফুল ইসলাম। কিন্তু অভাবের কারণে এইচ এসসির পর লেখাপড়ার খরচ যোগাতে পারেননি তিনি। এতে করে তার স্বপ্নটা অসম্পূর্ণই থেকে যায়। তবে ৪ সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন। অনেক সমালোচনা সহ্য করেও সফলতার পথে চেয়ে আছেন।
সাইফুল ইসলাম, ১৯৭৪ সালে এইচএসসি পরীক্ষা দিয়ে পাশ করার পর অভাবের কারনে লেখাপড়া করতে পারে নি। চার সন্তান কে লেখাপড়া শিখিয়েছেন। সাংসারিক কৃষি কাজের পাশাপাশি দলিল লেখকের কাজ করে যাচ্ছেন তিনি। বর্তমানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে মহাস্থান মাহী সওয়ার ডিগ্রি কলেজ থেকে পরীক্ষা দিচ্ছেন।
মাহী সওয়ার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মতিউর রহমান বলেন, ৮৪ জন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ, বিএসএস পরীক্ষ দিচ্ছে। এর মধ্যে প্রবীণ ব্যক্তি পরীক্ষা দিচ্ছে সাইফুল ইসলাম। খুব ভালো পরীক্ষা দিচ্ছেন তিনি। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে নবীন প্রবীন ভ্যারাইটিজ ছাত্র-ছাত্রী পড়াশোনা করে। অনেকে চাকরি পদন্নোতি সহ বিভিন্ন বিষয়ে শিক্ষার সুযোগ করে দিয়েছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
সাইফুল ইসলাম বলেন, আমার ছোট বেলার স্বপ্ন আমি উচ্চ শিক্ষিত হবো। কিন্তু অভাবের কারণে আমি এইচএসসি’র পর লেখাপড়া করতে পারিনি। বিএসএস পরীক্ষায় ভালো রেজাল্ট করলে আমি ল’তে ভর্তি হবো।
সন্তানরা তার বাবার লালিত স্বপ্ন কে হত্যা করতে দেয়নি। বরং ৭৪ বছর বয়সী বৃদ্ধ বাবাকে সাহস যুগিয়েছেন পরীক্ষা দিতে। সাইফুল ইসলামের সাহসিকতাকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।