বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৫:১৫ অপরাহ্ন

ময়মনসিংহ যুব উন্নয়ন অধিদপ্তরের সভায় “মাদককে রুখবো বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো” লেখা থাকায় কারণ দর্শানোর নোটিশ

ময়মনসিংহ যুব উন্নয়ন অধিদপ্তরের সভায় “মাদককে রুখবো বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো” লেখা থাকায় কারণ দর্শানোর নোটিশ

রেজাউল করিম রেজা, ময়মনসিংহ: ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তন, জেলা পরিষদ, ময়মনসিংহে- যুব উন্নয়ন অধিদফতর, ময়মনসিংহের আয়োজনে জেলার যুবক/যুবতীদের চলমান প্রশিক্ষণ কোর্স (আউট সোর্সিং/ফ্রিলান্সিং, মৎস্য চাষ, ইয়ুথ কিচেন) এ অংশগ্রহণকারীদের নিয়ে “মাদক ও সন্ত্রাস বিরোধী সচেতনতামূলক সভা” অনুষ্ঠিত হয়। সভায় সরবরাহকৃত ফোল্ডারের ফ্রন্ট পেজে সাদা কাগজে ঢাকা ছিল “মাদককে রুখবো বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো” অনুষ্ঠানে সরবরাহ করে সকল কর্মকর্তাদের বিতর্কিত ও বিব্রত করেছেন বলে জানিয়েছেন ময়মনসিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক জাফরউল্লাহ কাজল।

৮ ডিসেম্বর ময়মনসিংহ উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) হারুন উর রশিদ ও ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিস সহকারী-কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ আমজাদ আলীকে ৩ (তিন) দিনের মধ্যে স্বারক- নং-৫৮.০২.৪৫০০,০৬০.২৭.০০১.২১-৭৮৬ এ লিখিত জবাব দিতে নির্দেশ দেন ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

চিঠিতে বলা হয়েছে, ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিস সহকারী-কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ আমজাদ আলী ২০০-২৫০টি ফোল্ডার ও মাদকবিরোধী লিফলেট, স্টিকার সরবরাহ করেন। তার মধ্যে লিখা ছিল “মাদককে রুখবো বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো”। এরপর থেকে জেলাজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। যুব উন্নয়নের অনুষ্ঠানে লিফলেট ও স্টিকার দিয়ে ২৫০টি ফোল্ডার প্রস্তুত করেন আমজাদ আলী। সেগুলো না দেখে ময়মনসিংহের যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) হারুন অর রশিদ তা অনুষ্টানের সকলকে বিলি করতে নির্দেশ দেন। তারপর থেইে শুরু হয় বিতর্ক।

ময়মনসিংহে যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক (ডিডি) হারুন উর রশিদ জানান,”মাদক ও সন্ত্রাস বিরোধী সচেতনতামূলক সভা” অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিস সহকারী-কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ আমজাদ আলী ২০০-২৫০টি ফোল্ডার ও মাদকবিরোধী লিফলেট, স্টিকার সরবরাহ করেন। ফোল্ডারের মধ্যে লিখা ছিল “মাদককে রুখবো বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো”। আমি বুজতেই পারিনি যে “মাদককে রুখবো বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো” এমন লেখা আছে। আমি ভুল করে ফেলেছি। আমি দুঃখ প্রকাশ করছি। ভুলটা আমার নয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের। সাংবাদিকদের হারুন বলেন,আমি বিএনপি রাজনীতির সাথে জড়িত। আমার বাড়ি জামালপুরে। আওয়ামী লীগ সরকারের আমলে ময়মনসিংহের ডিডি হিসাবে পদায়ন পেয়েছি।

ময়মনসিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক জাফরউল্লাহ কাজল জানান ,এই ধরনের সাদা কাগজে মোড়ানো ফোল্ডার উক্ত অনুষ্ঠানে সরবরাহ করে আমাকেসহ অনুষ্ঠানে উপস্থিত অংশগ্রহণকারী ও সকল পদস্থ কর্মকর্তাকে বিব্রত এবং বিতর্কিত করলেন, তাছাড়া তাদের কোন হীন উদ্দেশ্য ছিল কিনা? যা বাস্তবায়নের লক্ষে তারা আমাকেসহ সকলকে বিতর্কের মধ্যে ফেলে দিয়েছে। তাদের সন্তোষজনক জবাব আগামী ৩ (তিন) দিনের মধ্যে দিতে বলেছি। অন্যথায় কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, কিংবা অন্যত্র বদলীর জন্য উর্দ্ধোতন কর্তৃপক্ষ বরাবর সুপারিশ করা হবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |