বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:০৮ পূর্বাহ্ন
মোঃ আব্দুল আজিম, দিনাজপুর: টানা ৩ দিন থেকে উত্তরের জেলা দিনাজপুরে দেখা নেই সূর্যের। ঘন কুয়াশার সাথে বইছে হিমেল বাতাস। সব কিছু মিলিয়ে খেটে খাওয়া ও গরীব মানুষদের জীবন পড়েছে জবুথবুতে। কনকনে শীতে দিন মজুরের কাজ করতে না পারায় বিপাকে পড়েছেন তারা।
এ জেলায় তাপমাত্রা কমে যাওয়ায় রাস্তায় মানুষের চলাচলও কমেছে। দিনের বেলায় দূরপাল্লার গাড়িগুলো চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। দিনের তাপমাত্রা কমে যাওয়ায়, বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও নিম্নআয়ের মানুষ।
দিনাজপুর শহরের ষষ্টিতলা এলাকার দিন মুজুর আকবর আলীর সাথে কথা তিনি বলেন, দুই দিন ধরে সুর্যের দেখা না পাওয়ায় কাজে যেতে পারিনি। শীতল বাতাস আর ঘন কুয়াশার কারণে বাসায় বসে আছি। এই ঠান্ডায় হাত-পা অবশ হয়ে যাচ্ছে কষ্ট করে চলছে সংসার।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, ১১ ডিসেম্বর বুধবার দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২ কিলোমিটার।
অপরদিকে লক্ষ্য করা যাচ্ছে, গত বছর শীতে দিনাজপুরে বিত্তবানরা অসহায়, ছিন্নমূল ও দরিদ্র মানুষের মাঝে ব্যাপক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করলেও এবার সেই বিত্তবানদের দেখা যাচ্ছে না।