বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:২৭ পূর্বাহ্ন
শাহাদুল ইসলাম সাজু, জয়পুরহাট: তীব্র শীতে স্থবির হয়ে পড়েছে জয়পুর হাটের সাধারণ মানুষের জনজীবন। গত দুদিন থেকে বাতাসের সঙ্গে হাড়কাপানো শীত জেলার সর্বত্র জেঁকে বসেছে। কুয়াশার সঙ্গে দমকা বাতাস বাড়িয়ে দিয়েছে শীতের তীব্রতা । সড়কে সব ধরনের যানবাহন হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে।
কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। নিতান্তই প্রয়োজন কিংবা জীবিকার প্রয়োজনে বের হচ্ছেন শ্রমজীবী মানুষ। গত দুদিন থেকে দেখা মিলছে না সূর্যের। এতে বস্তিবাসী ও ছিন্নমূল মানুষেরা চরম দুর্ভোগে পড়েছে। বিশেষ করে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে পড়েছেন চরম বিপাকে। তবু জীবিকার তাগিদে ছুটছেন তারা।
সদর উপজেলার হানাইল গ্রামের মিঠু হোসেন বলেন, সকাল থেকে তীব্র শীতের মধ্যে বাড়ি থেকে বের হতে সাহস পাচ্ছি না। বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। জীবিকার তাগিদে বের হতেই হচ্ছে।
রিকশা চালক দুলাল মিয়া বলেন, দমকা হাওয়া শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে ফলে রিকশার যাত্রী পাওয়া যাচ্ছে না। আমাদের আয় অনেক কমে গেছে।
বদলগাছী আবাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, বুধবার জয়পুরহাটসহ পার্শ্ববর্তী নওগাঁর বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।