বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৫:০১ অপরাহ্ন

ইবিতে ৪৬ তম শহীদ আবদুস সোবহান দিবস পালিত

ইবিতে ৪৬ তম শহীদ আবদুস সোবহান দিবস পালিত

ওয়াসিফ আল আবরার, ইবি প্রতিনিধিঃ বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে তালাবায়ে আরাবিয়ার ঢাকা শহর শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদ আবদুস সোবহানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় কুষ্টিয়ার দিগন্ত মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে উক্ত শহীদ আবদুস সোবহান দিবস পালিত হয়। এতে উপস্থিত ছিলেন তালাবায়ে আরাবিয়া ইবি শাখার সাধারণ সম্পাদক সাজ্জাতুল্লাহ শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় সহ-সাংগঠনিক সম্পাদক শামীম বলেন, শহীদ আবদুস সোবহান ভাইয়ের আত্মত্যাগের মাধ্যমে মাদরাসা শিক্ষা সংস্কার আন্দোলন ও মাদরাসা শিক্ষার্থীদের অধিকার আদায়ের দাবি জোরালো হয়েছে। আল্লাহ শহীদ আবদুস সোবহান ভাইয়ের জীবনের গুনাহ গুলো মাফ করে দিন। যে আদর্শকে সামনে রেখে শহীদ আবদুস সোবহান ভাই জীবন কাটিয়েছেন সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের কাজ করে যেতে হবে।

প্রধান আলোচকের বক্তব্যে সংগঠনটির ইবি শাখার সাধারণ সম্পাদক সাজ্জাতুল্লাহ শেখ প্রধান বলেন, শহীদ আবদুস সোবহান ভাই শুধুমাত্র একটি নামই নয়; শহীদ আবদুস সোবহান একটি ইতিহাস। বাংলাদেশের মাদরাসা শিক্ষা সংস্কার ও শিক্ষার্থীদের অধিকার আদায়ে তার অবদান অনস্বীকার্য। তিনি একটি নৃশংস হামলার শিকার হয়ে শহীদ হন। আমি মহান আল্লাহর কাছে শহীদ আবদুস সোবহানের শাহাদাতের উচ্চ মাকাম কামনা করি এবং রুহের মাগফিরাত কামনা করছি। এছাড়াও ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলোতে ইসলামী শিক্ষা কোর্স বাধ্যতামূলক করার দাবি জানান তিনি।

উল্লেখ্য, শহীদ আবদুস সোবহান ১৯৭৮ সালের ১৫ ই ডিসেম্বর সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে ২৪ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ঢাকা শহর শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |