বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৫:০১ অপরাহ্ন

ত্রিশাল মটর মালিক সমিতির কমিটি গঠন: সভাপতি ফারুক, সম্পাদক শিহাব

ত্রিশাল মটর মালিক সমিতির কমিটি গঠন: সভাপতি ফারুক, সম্পাদক শিহাব

ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতি- ত্রিশাল উপজেলার শাখার নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। এই কমিটি স্থানীয় পরিবহন ব্যবস্থাপনা ও মোটরযান মালিকদের প্রয়োজনীয়তা পূরণের লক্ষ্যে কাজ করবে।

১১ সদস্যের এই নতুন মটর নালিক সমিতির কমিটিতে গুরুত্বপূর্ণ পদগুলোতে যারা স্থান পেয়েছেন তারা হলেন: সভাপতি: আ ন ম ফারুক, সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম খোকন, ফিরোজ আহমেদ বিপ্লব, সাধারণ সম্পাদক: মোঃ আব্দুল্লাহ আল মাসুদ শিহাব, যুগ্ম সাধারণ সম্পাদকঃ মোঃ খাইরুল ইসলাম, কোষাধ্যক্ষ: খন্দকার মশিউর রহমান শরীফ, সম্মানিত সদস্য: মামুনুর রশিদ, মোহাম্মদ রিন্টু জামান, মোঃ সারোয়ার মোর্শেদ সোহেল, মোঃ ইমরুল কায়েস এবং শামীম সোহাগ।

ত্রিশাল শাখার এই কমিটির দায়িত্ব হবে স্থানীয় পরিবহন সমস্যাগুলো সমাধান করা এবং যাত্রী ও মালিকদের সুবিধার্থে কার্যক্রম পরিচালনা করা। এটি জেলা ও স্থানীয় পর্যায়ের সমন্বয় উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির উচ্চপদস্থ কমিটি নতুন এই এিশাল শাখা কমিটির সদস্যদের নির্দেশনা দিয়েছেন, যেন তারা সমিতির নীতিমালা কঠোরভাবে মেনে চলে এবং কার্যক্রম পরিচালনা করে।

এটি ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির পরিবহন ব্যবস্থার মান উন্নয়ন, সাংগঠনিক ঐক্য বজায় রাখা এবং পরিবহন মালিক ও যাত্রীদের প্রয়োজন মেটানোর প্রতিশ্রুতির একটি দৃষ্টান্ত।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |