বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৫:০১ অপরাহ্ন

অকুত ভয় এক সাংবাদিক: অদম্য সাহসের গল্প

অকুত ভয় এক সাংবাদিক: অদম্য সাহসের গল্প

কামরুল হাসান: অদম্য সাহসিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন বিডি২৪লাইভ-এর সাংবাদিক এস হোসেন আকাশ, যিনি আজকের সচিবালয়ের ভয়াবহ আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের সাথে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন। নিজের দায়িত্বের গণ্ডি পেরিয়ে, সাধারণ মানুষের জন্য জীবন বাজি রেখে কাজ করার এই গল্পটি সাংবাদিকতার পেশায় এক বিরল উদাহরণ।

গত ২৭ ডিসেম্বর ভোর রাতে সচিবালয়ে আগুন লাগার পর ফায়ার সার্ভিস কর্মীরা যখন আগুন নিয়ন্ত্রণে আনতে মরিয়া হয়ে কাজ করছিলেন, তখন এই অকুতোভয় সাংবাদিকও তাদের সঙ্গে যুক্ত হয়ে মাঠে নামেন। ধোঁয়া আর উত্তাপের মধ্যে থেকে আগুন নেভানোর কাজে সাহায্য করতে করতে তিনি ক্লান্ত হয়ে পড়েন। তবুও এক মুহূর্তের জন্যও থেমে থাকেননি। তার এই অদম্য মনোভাব ফায়ার সার্ভিস কর্মীদেরও উৎসাহ যুগিয়েছে।

তার এই সাহসিকতা এবং আত্মত্যাগের জন্য প্রশংসা করেছেন বিডি২৪লাইভ-এর সম্পাদক আমিরুল ইসলাম আসাদ। তিনি বলেন, “আমাদের এই সাংবাদিক শুধু তার পেশাগত দায়িত্ব পালন করেননি, বরং মানুষের প্রতি দায়বদ্ধতার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার এই সাহসিকতা অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”

এই ঘটনাটি শুধু তার পেশার প্রতি আন্তরিকতার উদাহরণ নয়, বরং একজন মানুষের মানুষের জন্য দাঁড়ানোর সাহসিকতার প্রতীক। তার কাজ প্রমাণ করে, মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিশেষ কোনো পদ বা দায়িত্বের প্রয়োজন নেই, প্রয়োজন শুধু সদিচ্ছা আর সাহস।

এই সাহসী সাংবাদিকের কাজ আমাদের মনে করিয়ে দেয়, একজন সাংবাদিকের ভূমিকা শুধু খবর সংগ্রহ আর প্রকাশ করা নয়, বরং সমাজের প্রতি দায়িত্ববোধের মাধ্যমে মানুষের জন্য কিছু করা।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |