বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১২:১৪ অপরাহ্ন

শ্রমিকেরাই পৃথিবীর গতিপথ পাল্টে দিতে পারে -অধ্যক্ষ আনোয়ারী

শ্রমিকেরাই পৃথিবীর গতিপথ পাল্টে দিতে পারে -অধ্যক্ষ আনোয়ারী

মাহবুব আলম মিনার-কক্সবাজার দক্ষিণ: বাংলাদেশ জামায়াত ইসলামির শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলনে আজ সকাল ৯ ঘঠিকায় উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় স্মমেলন কক্ষে অনুষ্ঠিত উখিয়া উপজেলার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা সভাপতি মুহাম্মদ রিদুয়ানুল হক জিসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রমিক নেতা আমান উল্লাহর উপস্থাপনায় শুরু হওয়া উক্ত সমাবেশে  আরো বক্তব্য রাখেন  সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জেলা সংগঠনের উপদেষ্ঠা জননেতা হযরত এডভোকেট শাহজালাল চৌধুরী, জেলা সাধারণ  সম্পাদক মুহাম্মদ মহসিন, উপজেলা প্রধান উপদেষ্টা মাওলানা আবুল ফজল,  উপদেষ্টা মাওলানা নুরুল হক, মাওলানা সোলতান আহমদ,জেলা সহকারী সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান, জেলা নির্বাহী সদস্য সাবেক উপজেলা সভাপতি  সরওয়ারুল ইসলাম, সদর উপজেলা দর্জি শ্রমিক ট্রেড ইউনিয়ন সাধারণ সম্পাদক উখিয়ার কৃতি সন্তান শহিদুল ইসলাম,  উপজেলা সহ সভাপতি শ্রমিক নেতা মুহাম্মদ শাহ আলম, নব মনোনীত সহ-সভাপতি সোলতান আহমদ, অর্থ সম্পাদক হাফিজ উদ্দিন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, ট্রেড ইউনিয়ন সম্পাদক ও  উখিয়া উপজেলা ফার্নিচার শ্রমিক ট্রেড ইউনিয়ন এর সাধারণ সম্পাদক শ্রমিক নেতা মুহাম্মদ ফারুক  সাংগঠনিক সম্পাদক মুবিন উদ্দিন, জসিম উদ্দীন বাবুল,রত্না পালং ইউনিয়ন সভাপতি সাইফুল ইসলাম, হলদিয়া পালং ইউনিয়ন সভাপতি মাস্টার আবছার উদ্দীনসহ প্রমুখ নেতৃবৃন্দ।
বক্তারা বলেন শ্রমিক ভাইদের বাদ দিয়ে কোন দেশ উন্নতি লাভ করতে পারেনা।তাই শ্রমবান্ধব দেশ গঠন করার জন্য সরকারের প্রতি উদাত্ব আহবান জানান।
এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা নব মনোনীত সহ-সভাপতি শাহনেওয়াজ,মাওলানা রহমত উল্লাহ, জয়নাল আবেদীন ও আবুল কাশেম আজাদ।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |