বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১২:১৪ অপরাহ্ন

মিরসরাইয়ে আবহমান উন্নয়ন সংস্থার সভাপতি আনোয়ার, সম্পাদক সানি

মিরসরাইয়ে আবহমান উন্নয়ন সংস্থার সভাপতি আনোয়ার, সম্পাদক সানি

কামরুল হাসান, মিরসরাই (চট্টগ্রাম): “হাতে হাত ধরি সুন্দর সমাজ গড়ি” এই শ্লোগান নিয়ে চট্টগ্রামের মিরসরাইয়ে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আবহমান উন্নয়ন সংস্থা’র (২০২৫-২৬) সেশনের কার্যকারী কমিটি গঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারী) সকাল ১১ ঘটিকায় উপজেলার বারইয়ারহাট পৌরসদরস্থ আবহমান উন্নয়ন সংস্থার কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভা আফতাব উদ্দিনের সভাপতিত্বে ও সাংবাদিক কামরুল ইসলামের সঞ্চালনায় উক্ত সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় ‘দেশের উন্নয়নে সামাজিক সংগঠনের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংবাদিক আনোয়ারুল হক নিজামী, হাসানুজ্জামান সানী, আবদুল মান্নান রানা, দিদারুল আলম সোহেল, ইমাম হোসেন, হাসান বাপ্পী, ছাইফুর রহমান, আবদুল্লাহ আল মামুনসহ প্রমুখ।

সভা শেষে সবাই সর্বসম্মতিক্রমে আবহমান উন্নয়ন সংস্থার সভাপতি নির্বাচিত করেছেন আনোয়ারুল হক নিজামী ও হাসানুজ্জামান সানীকে সাধারণ সম্পাাদক ঘোষণা করা হয়। সভায় আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার জন্য সভাপতি ও সম্পাদককে দায়িত্ব অর্পণ করা হয়।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |