শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৪:২৩ পূর্বাহ্ন

কারিগরি পেশার মান উন্নয়নে রোটারির ভূমিকা অপরিসীম : জমির উদ্দিন

কারিগরি পেশার মান উন্নয়নে রোটারির ভূমিকা অপরিসীম : জমির উদ্দিন

চট্টগ্রাম অফিস : কারিগরি পেশার গুনগতমান উন্নয়নে প্রশিক্ষণসহ নানা কর্মসূচির মাধ্যেমে দেশ ও সমাজে রোটারি ক্লাব গ্রেটার চিটাগাংয়ের ভূমিকা অপরিসীম বলে মন্তব্য করেছেন রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের প্রেসিডেন্ট এস এম জমির উদ্দিন।  শনিবার সকালে চিটাগাং ক্লাবে রোটারি ইন্টারন্যাশনাল ঘোষিত জানুয়ারি ভোকেশনাল সার্ভিস মাস উপলক্ষে রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের সভায় ক্লাব সভাপতি এ কথা বলেন। এসময় তিনি বলেন রোটারি ফাউন্ডেশন কারিগরি প্রশিক্ষনসহ নানা কর্মসূচিতে তাদের মানবিক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে, যার মাধ্যমে দেশের লক্ষ লক্ষ মানুষ উপকৃত হয়েছে।

সভায় ক্লাব প্রেসিডেন্টের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, সাবেক ডিস্ট্রিক্ট সেক্রেটারি সিপি মোহাম্মদ শাহজাহান, পিপি এমদাদুল আজিজ চৌধুরী, পিপি আজিজুল গনি চৌধুরী, ইঞ্জিনিয়ার পিপি আমজাদ হোসেন, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সালাউদ্দিন, প্রেসিডেন্ট ইলেক্ট সৈয়দা কামরুন নাহার সুমি, কোষাধ্যক্ষ ইকরাম পাশা, সার্জেন্ট এট আর্মস এম এ মতিন, রোটারিয়ান জামাল উদ্দিন প্রমূখ। সভায় বক্তারা বলেন, পেশার গুনগতমান উন্নয়নের মধ্যে দেশ ও সমাজকে এগিয়ে নেয়া সম্ভব।

রোটারি ক্লাব অব গ্রেটার চিটাংগাং সমাজ ও দেশে দক্ষ জনশক্তি তৈরীতে ভূমিকা রাখছে। এই লক্ষ্যে বিভিন্ন পেশার আইটি , ওয়েল্ডিং, এসি সার্ভিস, মোবাইল সার্ভিস, প্লামবিং, বিউটি পার্লার ও ড্রাইভিংসহ নানা বিষয়ে প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি তৈরী করে যাচ্ছে, এসব প্রশিক্ষণ প্রাপ্ত যুবক-যুবতীরা তাদের পেশাগত মান উন্নয়নে কার্যকরি ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |