বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন

বিএনপি নেতা হাতেম খানের প্রশংসনীয় উদ্যোগ

বিএনপি নেতা হাতেম খানের প্রশংসনীয় উদ্যোগ

নিজস্ব সংবাদদাতা : ভালুকা পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর যাতে ব্যাপকহারে সহিংস ঘটনা না ঘটে সেজন্য ভালুকা উপজেলা ও পৌর বিএনপির নেতা-কর্মীদের নিয়ে নানা ধরনের দলীয় কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন ।

কেবল তাই না, কোনো দুষ্কৃতিকারী যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সেদিকেও নজর রাখছেন তিনি। তার এ ধরনের কার্যক্রম ভালুকা মানুষের নজর কেড়েছে। শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের পর সারা দেশে বিচ্ছিন্নভাবে ভাংচুর, অগ্নিসংযোগ এবং লুটপাট চলার মুহূর্তে ভালুকা মডেল থানা ও পৌর এলাকায় যাতে এ ধরনের ঘটনা নতুন করে না ঘটে তার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন ভালুকা পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান ।

সোমবার ১০ (জানুয়ারি) রাতে বিএনপির নেতা-কর্মীদের নিয়ে পৌর এলাকার অসহায় হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এসময় তিনি বিভিন্ন স্থানে দলীয় কর্মকাণ্ড চালিয়ে যেতে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান।

হাতেম খান বলেন,‘আমি জানি অনেক ব্যথা,অনেক বেদনা আপনাদের রয়েছে। আপনারা অনেকেই স্বজন হারিয়েছেন। আমরাও অনেক কষ্ট করেছি। আপনারা আজও অনেকেই হাহাকার করেন পিতা-মাতার জন্য। তারপরও আজকের এই সময় প্রতিশোধের নয়। আজকের এই সময় পুরো সংযমের।
দেশ জাতি আপনার আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে।

এ কারণে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আওয়ামী লীগসহ অন্য কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মীর বাসা, বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান যেন কোনোভাবেই আক্রান্ত না হয় সেটি আমাদের নিশ্চিত করতে হবে। একইসাথে সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের উপাসনালয়সহ অন্য ধর্মের ভাইবোনদের বাসা, বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং ধর্মীয় উপাসনালয় যাতে কোনোভাবেই আক্রান্ত না হয় সেটিও আমাদের নিশ্চিত করতে হবে। কারণ পরিবর্তনের এই সময়ে কিছু অসাধু চক্র দুষ্কৃতিকারী এই সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ে আঘাত করে, হামলা করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইবে।

দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে অতীতে আমরা জনগণের পাশে ছিলাম, আজও জনগণের পাশে আছি। ভবিষ্যতেও যেহেতু জনগণের পাশে থাকবো সেই কারণে আমি মনে করি মূল দায়িত্ব বিএনপির সকল স্তরের নেতা-কর্মীদের। একইসাথে আমার সন্তানতুল্য ছোট ভাই-বোনদের বলবো-তোমাদের অনেক ত্যাগ। যে কাজ আমরা পারিনি সেটি তোমরা করে দেখিয়েছো। আমি জানি তোমাদের শত সহস্র সহযোদ্ধা, সহস্র ভাই জীবন দিয়েছে, অনেক কষ্ট তোমাদের, অনেক বেদনা তোমাদের।

তোমরাতো একটি অর্থবহ বাংলাদেশ চাও। তোমরাতো একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা কায়েম করতে চেয়েছো। তোমরাতো গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চেয়েছো। তোমরাতো আইনের শাসন পুরোপুরি প্রতিষ্ঠা করতে চেয়েছো। তাই আজ তোমাদের ঐতিহাসিক দায়িত্ব, আমি আশা করি তোমরা কোনোভাবেই আইনকে হাতে তুলে নেবে না। সম্প্রতি সময়ে ভালুকায় কিছু ঘটনা ঘটেছে, যা কাঙ্খিত না। আমি জানি এটি বিএনপির নেতা-কর্মীরা করেনি। ছাত্র-জনতা করেনি। যারা দুষ্কৃতিকারী তারাই করেছে। সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানাচ্ছি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আপনারা বিগত দিনে কে কী করেছেন সেটি বিবেচ্য বিষয় নয়। জনগণের নিরাপত্তা ও জানমাল রক্ষায় আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন জনগণের সেন্টিমেন্ট বুঝেই। আমি আশা করি, ভালুকায় শান্তি প্রতিষ্ঠায় বিএনপির নেতা-কর্মীরা যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করবে এবং আন্তরিকভাবে কাজ করবে।

বিএনপির নেতা ও পৌরসভার মেয়র প্রার্থী হাতেম খান পৌর শহরসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে তারেক রহমানের বার্তা পৌছে দিচ্ছেন। বিএনপি নেতা হাতেম খান সকাল থেকে রাত পর্যন্ত ভালুকা পৌর এলাকার বিভিন্ন জায়গায় গিয়ে শীতবস্ত্র বিতরণ ও অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিরতন করেন এবং পৌর এলাকা সহ উপজেলা বিভিন্ন গ্রামে হতদরিদ্র প্রায় শতাধিক মেয়েদের বিয়েতে অনুদান দিয়েছেন।
ভালুকা পৌরসভার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা জাবেদ আলি বলেন, হাতিম খান একজন মানবিক মানুষ। বিগত ১৬ টি বছর তিনি অনেক কষ্ট করেছেন। তাকে বিভিন্ন সময় হয়রানি করেছেন। হাতেম খানের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছেন বিগত সরকারের আওয়ামী লীগের নেতারা। তারপরও আমাদের পাশে সব সময় তিনি এসেছেন এবং খোঁজখবরও নিয়েছেন। আমরা আগামী দিনে তাকে পৌরসভার মেয়র হিসেবে দেখতে চাই।

৫ নং ওয়ার্ডের বাসিন্দা রোকসানা বেগম বলেন,গত পৌরসভা নির্বাচনে সুষ্ঠু নির্বাচন হলে এবং আওয়ামী লীগ নেতা-কর্মীরা হামলা না করলে এবং ভোটারদের ভয় না দেখাইলে বিপুল ভোটে হাতেম ভাই জয়ী হত। তবে আগামী বার আমরা হাতেম ভাইকে ভোট দিয়ে মেয়র হিসেবে জয়ী করবো ইনশাল্লাহ।

হাতেম খান বলেন, ভালুকা প্রত্যেকটা মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক রয়েছে। পৌর এলাকার প্রতিটি পরিবারের সাথে আমার যোগাযোগ রয়েছে। তাদের দুঃখে-সুখে সব সময় পাশে থাকার চেষ্টা করি। আমি ভোটারদের প্রতি কৃতজ্ঞ তারা সব সময় আমার প্রতি ভালোবাসা দেখায়। তিনি বলেন, আমরা আপনাদের পাশে আছি এবং কোনোরকম সহিংস ঘটনা ঘটবে না বলে আশ্বস্ত করেন। কোনো দুর্র্বৃত্ত যাতে কারো কোনো ধরনের ক্ষতি করতে না পারে সেজন্য সকল ওয়ার্ডের নেতা-কর্মীদের সজাগ থাকার আহবান জানিয়েছেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |