বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৪:২১ অপরাহ্ন
মো:ইকরামুল হাসান, দাউদকান্দি (কুমিল্লা): বাংলাদেশ জাতীয়তাবাদী ইলিটগঞ্জ দক্ষিন ইউনিয়নদল বিএনপির কর্মী সম্মেলনে ইলিটগঞ্জ দক্ষিন ইউনিয়নের আহবায়ক মো:মোরশেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা আহবায়ক মো:আক্তারুজ্জামান সরকার বলেন নির্বাচন ব্যতিত সংস্কার কখনো ভালো ফল বয়ে আনবেনা।
অবৈধ স্বৈরাচার হাসিনা সরকার এদেশ থেকে পালানোর পর বেগম খালেদা জিয়াকেও রাজনীতি থেকে দুরে রাখার জন্য একটি মহর এদেশে মাইনাশ টু ফর্মুলা বাস্তবায়ন করতে চাই, যা এদেশের জনগন কখনও হতে দিবে না। মঙ্গলবার (১৪ জানুয়ারি) ইলিটগঞ্জ দক্ষিন ইউনিয়নে বিএনপি’র সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলার সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী বলেন, বিএনপিকে দেশপ্রেমিক ও ভদ্র মানুষের দল আখ্যা দিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ব্যবহারে বংশের পরিচয়। আমরা আওয়ামী লীগের নেতাকে কবর থেকে তুলে আনব না। আমরা ভদ্রতা জানি।
বিশেষ অতিথি কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আবুল হাসেম,দাউদকান্দি উপজেলা বিএনপি আহবায়ক এম এ লতিফ ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ,উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, সঞ্চলনায় ছিলেন ইলিটগঞ্জ দক্ষিন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ডা:মো:মোসলেম উদ্দিন খান, আরও উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আল ইমরান ও সদস্য সচিব মোশাররফ হোসেন হাজারী, উপজেলা যুবদলের আহবায়ক শাহ আলম সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুজ্জামান ফকির, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, দাউদকান্দি উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দল নুরুল ইসলাম।