বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৪:৩১ অপরাহ্ন
আলআমিন কবির, সোনারগাঁও (নারায়ণগঞ্জ): বাংলার প্রাচীন রাজধানী ঐতিহাসিক সোনারগাঁয়ে মাসব্যাপী লোকজ উৎসবক ২০২৫ কে সামনে রেখে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।বুধবার (১৫ জানুয়ারী) সকাল এগারোটায় বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে ফাউন্ডেশনের লাইব্রেরি ভবনের সভাকক্ষে এই মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক জানান, নতুন প্রজন্মের কাছে লোকজ সাংস্কৃতিক ঐতিহ্যের পরিচিতি ও মেলবন্ধনের প্রয়াসে আগামী ১৮ জানুয়ারী ২০২৫ খ্রিস্টাব্দে বাংলাদেশ সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের আয়োজনে লোকজ উৎসব ও কারুশিল্প মেলা শুরু হবে।
আগামী ১৮ জানুয়ারী বিকাল তিনটায় মাসব্যাপী লোক ও কারুশিল্প মেলা ও লোকজ উৎসব উদ্বোধন করবেন, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মোঃ মফিদুর রহমান। বিশেষ অতিথি থাকবেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। মতবিনিময় সভায় দেশীয় সংস্কৃতির পুনরুজ্জীবনে মাসব্যাপী লোক ও কারুশিল্প মেলা ও লোকজ উৎসব চলাকালীন আইন-শৃংঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং লোকজ উৎসবের অনুষ্ঠান মালা বর্ণাঢ্যভাবে আয়োজনের সার্বিক দিক নিয়ে মতবিনিয়ম সভায় আলোচনা হয়।
মতবিনিময় সভায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান, নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল বি) আসিফ ইমাম, সোনারগাঁ সরকারি কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ আবুল কালাম, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের রেজিস্ট্রেশন অফিসার এ কে এম মুজ্জাম্মিল হক সহ
স্থানীয় বিভিন্ন গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন। এবার মেলায় কর্মরত কারুশিল্প প্রদর্শনীতে ৩২ টি স্টলসহ সর্বমোট ১ শত স্টল থাকবে। এতে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের ৬৪ জন কারুশিল্প সক্রিয়ভাবে অংশ নিবেন। লোকজ উৎসব ও কারুশিল্প মেলা ২০২৫ এর অনুষ্ঠানমালায় থাকবে বাউলগান, পালাগান, কবিগান, ভাওয়াইয়া- ভাটিয়ালীগান, জারি-সারিগান, হাছন রজারগান, লালন সঙ্গীত, মুর্শিদীগান, আলকাপ গান, গায়ে হলুদেরগান, ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান, শরিয়তী-মারফতীগান, লোককবিতা পাঠের আসর, পুঁথিপাঠ, গ্রামীণ খেলা, লাঠিখেলা, ঘুড়ি ওড়ানো, ভালোবাসার তামা-কাঁসা-পিতল শিল্পের প্রদর্শনী, লোকজজীবন প্রদর্শনী, পুতুল নাচ, বায়স্কোপ, চর্যাগীতি, সেমিনার আয়োজন, লোকগল্প বলা, পিঠা প্রদর্শনী ইত্যাদি। মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব ২০২৫ প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে।