বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৫:৩১ অপরাহ্ন

আপডেট
চৌদ্দগ্রাম সাংবাদিক অপহরণ, প্রাণনাশের চেষ্টা, নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ

চৌদ্দগ্রাম সাংবাদিক অপহরণ, প্রাণনাশের চেষ্টা, নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ

নিজস্ব  সংবাদদাতা : কুমিল্লা জেলা চৌদ্দগ্রাম উপজেলায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক আবুল কালাম মজুমদার অপহরণের শিকার হন। এই নিয়ে চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগ করেন। অভিযুক্তের নাম শরীফ হাসান তিনি চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের নেতা বলেও জানা যায়। অভিযোগে জানা যায় গত ১৪ই আগষ্ট সকাল আনুমানিক ৯টায় চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা দীঘির পাশে ব্যরিক্যাড দিয়ে ৫/৬ মোটরসাইকেল নিয়ে ১০/১২ জন তুলে নিয়ে যায় যাওয়ার পথে প্রাইভেট গাড়ি তে মারধরের সময় আটগ্রাম রাস্তার মাথায় প্রাণরক্ষায় চিত্কার করলে আটগ্রামের দোকানদার ও ব্যবসায়ীরা এসে রক্ষা করে। সাংবাদিক আবুল কালাম মজুমদার গত ৩০শে ডিসেম্বর ২০২২ইং সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন স্বাভাবিক চলাচলে অক্ষম। এই কারণে সাধারণ মানুষ তাকে উদ্ধার ও প্রান রক্ষায় সহযোগিতা করেন বলে জানা যায়।

আবুল কালাম মজুমদার সাথে সাক্ষাৎ করে জানা যায় অভিযুক্ত শরীফ হাসানের পরকীয়া সংক্রান্ত সংবাদ প্রকাশিত করার কারণে এমন ঘটনা ঘটছে। শরীফ হাসান ৪ সন্তানের পিতা চৌদ্দগ্রাম পৌরসভা মহিলা কাউন্সিলর আমেনা আক্তারের মেয়ে জামাই অপরদিকে কুলসুমা আক্তার সাবেক সহকারী শিক্ষিকা বীরচন্দ্রনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমানে বিজয়করা প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত। কুলসুমা আক্তারের প্রথম স্বামী চৌদ্দগ্রাম পৌরসভা গোমারবাড়ি গ্রামের মোহাম্মদ সেলিম ২ সন্তানের দম্পতি। মোহাম্মদ সেলিম দীর্ঘদিন সৌদি আরব প্রবাসী, বিশ্বাস করে সারাজীবনে আয় রোজগার, স্বর্ণালঙ্কার কুলসুমা আক্তারের কাছে রাখেন।

মোহাম্মদ সেলিমের অনুপস্থিতিতে কুলসুমা আক্তার ও শরীফ হাসান উভয়ের মধ্যে অবৈধ সম্পর্ক তৈরি হয় এই নিয়ে শরীফ হাসান ও তাঁর বউয়ের সাথে ও কুলসুমা আক্তার ও মোহাম্মদ সেলিমের সাথে ঝগড়া বিবাদ হয় যাহা স্থানীয় ভাবে মিমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে উভয় পক্ষের অভিভাবক গন। গত ১২ই সেপ্টেম্বর ২০২৩ইং স্বামীর নগদ অর্থ ও অলংকার নিয়ে সহ কুলসুমা আক্তার কে নিয়ে শরীফ হাসান পালিয়ে যায়। তারপর কুলসুমা আক্তার মোহাম্মদ সেলিম কে তালাক দিয়ে শরীফ হাসান কে বিয়ে করেন বলে জানা যায়।

এই নিয়ে মোহাম্মদ সেলিমের সাথে জানতে চাইলে বলেন কুলসুমা আক্তার আমার প্রবাস সারাজীবনের সঞ্চয় নিয়ে চলে গেছে, বর্তমানে ২সন্তান নিয়ে আমি মানবেতর জীবনযাপন করছি। চৌদ্দগ্রাম থানার এস,আই মোহাম্মদ ওসমান কে অভিযোগ বিষয় জানতে চাইলে বলেন শরীফ হাসান ও শিক্ষিকা কুলসুমা আক্তারের বিরুদ্ধে একই বিষয় নিয়ে একাধিক অভিযোগ রয়েছে থানায়। পরিস্থিতি ঠিক হলে বিষয় টা গুরুত্ব সহকারে দেখা হবে। এ বিষয় বিএনপি চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি নেতা কামরুল হুদার কে বারবার ফোন করলেও তিনি রিসিভ করেন নি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |